Advertisement
Advertisement
Kamran Akmal

লেজেন্ডসদের ম্যাচে ‘হাস্যকর’ উইকেটকিপিং আকমলের, ‘পুরনো স্মৃতি ফিরল’, খোঁচা নেটিজেনদের

কামরান আকমলের উইকেটকিপিংয়ের ভিডিও ভাইরাল।

Kamran Akmal fumbles behind stumps 'like old times' and video goes viral
Published by: Arpan Das
  • Posted:July 19, 2025 9:53 am
  • Updated:July 19, 2025 9:53 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরনো দিন কি ফিরে আসে? পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারকে কামরান আকমলকে ফের ক্রিকেট মাঠে দেখে অনেকেই সেই কথা বলছেন। কারণ আর কিছুই নয়। ক্রিকেট জীবনের মতোই আবার তিনি উইকেটের পিছনে ‘হাস্যকর’ভাবে ব্যর্থ হলেন। ঠিক যেন ‘পুরনো দিনের মতো’।

Advertisement

লেজেন্ডদের চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ ছিল পাকিস্তানের। সেখানে ব্যাট করছিলেন, ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ফিল মাস্টার্ড। বোলিংয়ে পাকিস্তানের সোয়েব মালিক। তাঁর একটি বল এগিয়ে এসে মারতে গিয়ে মিস করেন মাস্টার্ড। বল সোজা পৌঁছয় কামরানের কাছে, কিন্তু তিনি ধরতেই পারেননি। বল হাতে লেগে মাথার উপর চলে যায়। তিনিও হকচকিয়ে বল কোথায় বুঝেই উঠতে পারেননি।

২০২৩-এ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন কামরান। কিন্তু ক্রিকেটজীবনেও বহুবার ‘খারাপ’ উইকেটকিপিংয়ের জন্য শিরোনামে এসেছিলেন। ঘটনাচক্রে ২০০৭ সালে ভারতের বিরুদ্ধে সোয়েব মালিকের বলে ঠিক একইভাবে যুবরাজকে আউট করতে ব্যর্থ হয়েছিলেন। আবার ২০২২-র বিশ্বকাপে সোয়েব আখতারের বলে নিউজিল্যান্ডের রস টেলরের সহজ ক্যাচ ছাড়েন কামরান। যা কার্যত আখতারের কেরিয়ারের শেষ ম্যাচ হয়ে যায়।

কামরানের সহজ সুযোগ নষ্ট দেখে ফের ‘স্মৃতি তরতাজা’ হয়ে উঠছে ক্রিকেটভক্তদের। শুরু হয়েছে মিমের বন্যা। ম্যাচে অবশ্য ইংল্যান্ডের লেজেন্ডদের বিরুদ্ধে ৫ উইকেটে জেতে পাকিস্তান। ব্যাট হাতে কামরানের অবদান ১২ বলে ৮।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement