Advertisement
Advertisement
Kane Williamson

ফের বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে নাম প্রত্যাহার উইলিয়ামসনের, অবসরের পথে কিউয়ি তারকা?

কী বললেন উইলিয়ামসন?

Kane Williamson declines New Zealand cricket central contract again

কেন উইলিয়ামসন। ফাইল চিত্র

Published by: Arpan Das
  • Posted:June 3, 2025 6:09 pm
  • Updated:June 3, 2025 6:09 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। কিন্তু এবারও তাতে নেই কেন উইলিয়ামসনের নাম। এই নিয়ে টানা দ্বিতীয় বছর তিনি বোর্ডের কেন্দ্রীয় চুক্তি প্রত্যাখ্যান করলেন। তাতেই জল্পনা শুরু, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন প্রাক্তন কিউয়ি অধিনায়ক?

Advertisement

এই মুহূর্তে ইংল্যান্ডের কাউন্টিতে মিডলসেক্সের হয়ে খেলছেন উইলিয়ামসন। এছাড়া টি-টোয়েন্টি ব্লাস্টের হয়ে খেলছেন। এর আগে ২০২৪ সালেও তিনি বোর্ডের কেন্দ্রীয় চুক্তি ফিরিয়ে দিয়েছিলেন। মূলত বিভিন্ন টি-টোয়েন্টি লিগকে প্রাধান্য দিতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হয়েছিল। যদিও তারপরও দেশের হয়ে ১৩টি টেস্ট খেলেন। ১০০০-র রান করেছেন। আশা করা হয়েছিল, এবার কেন্দ্রীয় চুক্তিতে তিনি রাজি হবেন।

কিন্তু শুধু সেটা ফিরিয়ে দেওয়া নয়, গতমাসে দেওয়ার একটি সাক্ষাৎকারের কথাও এই প্রসঙ্গে উঠে এসেছে। যেখানে ৩৪ বছর বয়সি তারকা বলেছিলেন, “নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা খুবই ভালো। তার জন্য আমি নিজেকে সৌভাগ্যবান বলে মনে করি।” সেখান থেকেই জল্পনা শুরু হয়েছে, তাহলে কেন নতুন চুক্তিতে রাজি হলেন না? সেক্ষেত্রে কি দ্রুত অবসরের পথে হাঁটতে চলেছেন? উল্লেখ্য, ইতিমধ্যে টেস্ট থেকে অবসর নিয়েছেন কোহলি। ওয়ানডে থেকে সরে দাঁড়িয়েছেন স্টিভ স্মিথ। ফলে ফ্যাব ফোর নিয়ে চর্চাও অনেক কমেছে।

নিউজিল্যান্ডের নতুন চুক্তি থেকে বাদ গিয়েছেন ডেভন কনওয়ে, ফিন অ্যালেন, টিম সাইফার্ট ও লকি ফার্গুসন। তালিকায় নতুন ঢুকেছেন মুহম্মদ আব্বাস, জাক ফোকস, মিচ হে ও আদি অশোক। কিউয়ি বোর্ডের সিইও-র মতে এঁরা প্রত্যেকেই নিজেদের সেরাটা দেওয়ার জন্য তৈরি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ