ফাইল ছবি।
স্টাফ রিপোর্টার: এশিয়া কাপে আরব আমিরশাহীর চ্যালেঞ্জ অতীব সহজে অতিক্রম করেছে সূর্যকুমার যাদবের ভারত। প্রতিপক্ষকে টুর্নামেন্টের প্রথম ম্যাচে মাত্র ৫৭ রানে অলআউট করে দিয়েছে তারা। এবার সামনে পাকিস্তান। আগামী রবিবার যাদের বিরুদ্ধে মহাযুদ্ধে নামছে ভারত। তার আগে ভারতীয় দলকে ফোকাস ধরে রাখার বার্তা দিয়ে রাখলেন দেশের প্রথম বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেব।
বৃহস্পতিবার চণ্ডীগড়ে এক ইভেন্টে গিয়ে কপিল বলেন, ‘‘ভারতীয় প্লেয়ারদের উচিত শুধু খেয়াল মনটা রাখা। ওদের টিমটা যথেষ্ট ভালো। তাই রবিবার ভারতের জেতা উচিত। তবে টিমকে বাইরের আওয়াজে কান দিলে চলবে না। শুধুমাত্র নিজেদের পারফরম্যান্সে মন দিতে হবে। আমি টিমকে বলব, মাঠে যাও। আর গিয়ে স্রেফ ম্যাচটা জেতো।’’
তবে পহেলগাঁও সন্ত্রাস এবং তার পর পাকিস্তানের সঙ্গে সীমান্ত উত্তেজনার জেরে এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের খেলা উচিত হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। এমনকী সুপ্রিম কোর্টেও এ দিন একটা পিটিশন জমা পড়ে। জরুরি লিস্টিংয়ের দাবি তুলে। আইনের জনা কয়েক ছাত্র সুপ্রিম কোর্টে পিটিশন জমা করে দাবি তোলেন যে, পহেলগাঁও সন্ত্রাসের পর অপারেশন সিঁদুর মারফত যে বার্তা দেওয়া হয়েছে, তার প্রেক্ষিত থেকে এই মুহূর্তে পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপ ম্যাচ খেলতে নামা সম্পূর্ণ পরিপন্থী। কিন্তু সুপ্রিম কোর্টে সেই পিটিশন বিশেষ আমল পায়নি। কপিলও সেই প্রসঙ্গে বলে দিয়েছেন, ‘‘সরকারের কাজ সরকার করুক। প্লেয়াররা তাদের কাজ করুক।’’
তা অবশ্য সূর্যকুমার যাদবরা করছেন। আরব আমিরশাহীকে প্রথম ম্যাচে গুঁড়িয়ে দিয়েছেন তাঁরা। চারটে উইকেট নিয়েছেন কুলদীপ যাদব। তিনটে উইকেট নিয়েছেন শিবম দুবে। খেলা শেষে কুলদীপ বলে গিয়েছেন, ‘‘আমি শুধু সঠিক লেংথে বোলিং করছিলাম। আর বোঝার চেষ্টা করছিলাম যে, ব্যাটার পরের বলে কী করতে পারে?’’ শিবম দুবে আবার কৃতিত্ব দিয়ে গেলেন ভারতীয় টিমের বোলিং কোচ মর্নি মর্কেলকে। বললেন, ‘‘ইংল্যান্ড সিরিজে ভারতীয় দলে ফিরে আসার পর থেকেই মর্নি আমাকে নিয়ে পরিশ্রম করছিল। আমাকে কিছু কিছু পরামর্শ দিয়েছে মর্নি। সেটা নিয়েই কাজ করছিলাম আমি। আমাকে ও বলেছিল, অফস্টাম্প লাইনের বাইরে বোলিং করতে। তা ছাড়া আমার স্লোয়ার উন্নত করতে সাহায্য করেছে। রান আপও বদলে দিয়েছে আমার কিছুটা।’’ প্রথম ম্যাচে টিমের পারফরম্যান্সে খুশি এশিয়া কাপে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবও। তিনি বলেছেন, ‘‘ক্লিনিকাল পারফরম্যান্স বলতে যা বোঝায়, আজকের পারফরম্যান্স তাই। বোলাররা ভালো বোলিং করেছে। একই সঙ্গে অভিষেকের (শর্মা) কথাও বলব। ও এই মুহূর্তে বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার। টার্গেট পঞ্চাশ হোক বা দু’শো, ওর অ্যাপ্রোচ একই রকম থাকে।’’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.