সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয় মিলিয়ে দিল দুই কিংবদন্তিকে। না, ক্রিকেটের মঞ্চে নয়। সুনীল গাভাসকর ও কপিল দেবকে মিলিয়ে দিল নাচ। ভারতের ট্রফি জয়ে লিটল মাস্টারের নাচ তো দেখেছেন, কপিল দেবের নাচ দেখেছেন কী? সেটারও সাক্ষী থাকল ক্রিকেট দুনিয়া।
রোহিতদের সাফল্যে উত্তাল কাশ্মীর থেকে কন্যাকুমারী। বাঁধনহারা উৎসব চলছে দেশজুড়ে। সেখানে বাদ যাননি প্রাক্তন ক্রিকেটাররা। কিন্তু কিছু ঘটনার জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না ভক্তরা। ম্যাচের পর রোহিত-বিরাটরা যখন উৎসবে মত্ত, তখন বিরল দৃশ্য দেখা গেল মাঠের একদিকে। ভারতের সাফল্য বিশ্লেষণের পরই শিশুর মতো আনন্দে নেচে উঠলেন সুনীল গাভাসকর। যা দেখে নেটপাড়ার বক্তব্য, দেশের ক্রিকেটের জন্য কতটা ভালোবাসা রয়েছে লিটল মাস্টারের মধ্যে। তাই আনন্দে নেচে উঠলেন তিনি।
dancing on India’s victory!! What a moment 😍 ..
— Deepali Prabhu (@Deepali_p)
গাভাসকরের নিজের মতে, তিনি ভারতীয় ক্রিকেট দলের একপ্রকার অভিভাবক। তাই যেমন ভুলভ্রান্তি হলে শাসন করেন, তেমনই আনন্দে উদ্বেল হয়ে ওঠেন। গাভাসকরের নাচের ভিডিও ইতিমধ্যে সোশাল মিডিয়ায় ভাইরাল। কিন্তু কপিল দেবের নাচ দেখেছেন কি? তিনি অবশ্য মাঠে ছিলেন না। একটি সংবাদমাধ্যমের হয়ে বিশ্লেষণের দায়িত্বে ছিলেন। কিন্তু আনন্দোৎসব থেকে বাদ গেলেন না তিনি। ম্যাচের পর নাচ শুরু করলেন তিনিও। দুবাই থেকে সঙ্গ দিলেন গাভাসকর।
Kapil Dev & Sunil Gavaskar dancing & celebrating Team India’s victory. 🇮🇳 [Aaj Tak]
— Johns. (@CricCrazyJohns)
ভারতের সাফল্য নিয়ে কপিল বলেন, “সকল ভারতবাসীকে অভিনন্দন। এই ধরনের জয় লোকের মুখে হাসি ফুটিয়ে তোলে। এগুলো আগে থেকে পরিকল্পনা করে হয় না। কিন্তু সাধারণ মানুষের মুখের দিকে তাকান। তারা হয়তো মুখে আনন্দ প্রকাশ করতে পারছেন না। কিন্তু তা বলে আনন্দের কমতি নেই।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.