Advertisement
Advertisement
India A

ডবল সেঞ্চুরির সামনে করুণ, অনবদ্য সরফরাজও, ইংল্যান্ডে প্রথম দিনে বড় রান ভারতীয় এ দলের

রান পেলেন না বাংলার অভিমন্যু।

Karun Nair is close to double century for India A vs England Lions

ফাইল ছবি

Published by: Arpan Das
  • Posted:May 31, 2025 12:20 am
  • Updated:May 31, 2025 12:20 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনশো করার পরও বাদ পড়তে হয়েছিল করুণ নায়ারকে। আট বছর পর জাতীয় দলে কামব্যাকে যেন বুঝিয়ে দিলেন সুদে-আসলে সব ফিরিয়ে দেবেন। হতে পারে ভারতীয় এ দলের ম্যাচ। সেখানে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ১৮৬ রানে অপরাজিত আছেন করুণ। ডবল সেঞ্চুরি হওয়া হয়তো সময়ের অপেক্ষা। ভারতীয় এ দলের স্কোর প্রথম দিনের শেষে ৩ উইকেট হারিয়ে ৪০৯।

আরেকজনও আছেন। তিনি সরফরাজ খান। ইংল্যান্ড সফরের মূল দল থেকে বাদ পড়েছেন। তাঁরও অনেক কিছু প্রমাণ করার আছে। ক্যান্টরবেরিতে প্রথম বেসরকারি টেস্টে সরফরাজ করলেন ৯২ রান। সেঞ্চুরি মাঠেই ফেলে এলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টে জাতীয় দলে শিকে ছেঁড়া মুশকিল। কিন্তু একটা বার্তা তিনি দিয়ে রাখলেন। করুণ-সরফরাজের জুটিতে ওঠে ১৮১ রান। ইংল্যান্ডের গ্রিন টপ উইকেট সামলে কাজটা কিন্তু সহজ ছিল না। 

যদিও সেই কাজটা করতে পারলেন না বাংলার ব্যাটার অভিমন্যু ঈশ্বরণ। তিনি ইন্ডিয়া এ দলের অধিনায়ক। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমেছিলেন। রোহিত শর্মা পরবর্তী ভারতের ওপেনিংয়ের দায়িত্ব তাঁর উপর বর্তায় কি না সেটা দেখার জন্য মুখিয়ে অনেকে। তবে এই ম্যাচে তিনি করলেন মাত্র ৮ রান। যদিও করুণের সঙ্গে এখনও সঙ্গ দিচ্ছেন ধ্রুব জুরেল। তিনি অপরাজিত আছেন ৮২ রানে। যশস্বী জয়সওয়াল করেছেন ২৪ রান। এখনও নীতীশ কুমার রেড্ডি, শার্দূল ঠাকুরদের ব্যাট করা বাকি। ইংল্যান্ড লায়ন্স দলের জশ হাল ৫১ রান দিয়ে ২ উইকেট তুলেছেন। একটি উইকেট এডি জ্যাকের।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement