Advertisement
Advertisement
Karun Nair

‘দ্বিতীয় সুযোগ’ও শেষ, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বাদ পড়ছেন করুণ! দলে আর কী কী বদলের সম্ভাবনা?

এশিয়া কাপের পরেই নয়া লড়াই টিম ইন্ডিয়ার সামনে।

Karun Nair may make way for Padikkal for West Indies Test series
Published by: Subhajit Mandal
  • Posted:September 23, 2025 11:11 pm
  • Updated:September 24, 2025 12:23 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপের পরেই নয়া লড়াই টিম ইন্ডিয়ার সামনে। ২ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুরু হতে চলেছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ। শুভমান গিলের নেতৃত্বে ইংল্যান্ডে প্রত্যাশা ছাপিয়ে পারফর্ম করেছে টিম ইন্ডিয়া। পাঁচ ম্যাচের সিরিজ ড্র করলেও সেই সিরিজে একাধিক তারকার পারফরম্যান্স নিয়ে প্রশ্ন ছিল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে তাঁরা সুযোগ পাবেন কিনা সেই নিয়েই এখন যাবতীয় চর্চা।

Advertisement

সূত্রের খবর ইংল্যান্ডের বিরুদ্ধে দল ভালো খেললেও একাধিক তারকার পারফরম্যান্সে সন্তুষ্ট নয় ম্যানেজমেন্ট। বিশেষ করে ৭ বছর পর টেস্টে দ্বিতীয় সুযোগ পাওয়া করুণ নায়ারের পারফরম্যান্স একেবারেই সন্তোষজনক নয়। ইংল্যান্ডের মাটিতে চার টেস্টে সুযোগ পেলেও হতাশ করেছেন। সেরা রান ৫৭। আট ইনিংস মিলিয়ে করেছেন মাত্র ২০৫ রান। শোনা যাচ্ছে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাঁর বাদ পড়া নিশ্চিত। তাঁর বদলে দলে ঢুকতে চলেছেন দেবদত্ত পাড়িক্কল। অস্ট্রেলিয়া সফরে দলে ছিলেন তিনি।

ইংল্যান্ড সিরিজে অভিষেক হয়েছিল সাই সুদর্শনের। তিনটি টেস্টে সুযোগ পেয়েছেন। সেরা রান ৬১। তবে প্রত্যাশামতো ব্যাটিং করতে পারেননি। তিন টেস্ট মিলিয়ে ১৪০ রানের বেশি করতে পারেননি। তবে তরুণ সাইয়ের উপর ভরসা রয়েছে ম্যানেজমেন্টের। তিনি আবারও সুযোগ পাবেন বলেই সূত্রের দাবি। এবার ৩ জন স্পিনার অলরাউন্ডার নিয়ে নামবে ভারত। সেক্ষেত্রে ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল এবং রবীন্দ্র জাদেজা তিনজনই থাকবেন। সঙ্গে থাকবেন কুলদীপ। ৩ পেসার হিসাবে থাকতে পারেন বুমরাহ, মহম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণ। চোটের জন্য এই সিরিজে নেই আকাশদীপ। পন্থের অনুপস্থিতিতে কিপার হিসাবে প্রথম পছন্দ ধ্রুব জুড়েল। পরিবর্ত কিপার হিসাবে সুযোগ পেতে পারেন নারায়ণ জগদীশন।

অন্যদিকে, ইতিমধ্যেই দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। দলে প্রত্যাবর্তন ঘটেছে কিংবদন্তি শিবনারায়ণ চন্দ্রপলের ছেলে তেগনারায়ণ চন্দ্রপল। দলে সুযোগ পেয়েছেন অ্যালিক আথানাজে এবং বাঁ-হাতি স্পিনার খারি পিয়ের। ভারতের বিরুদ্ধে অভিষেক হতে পারে তাঁর। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপে ১৩.৫৬ গড়ে ৪১ উইকেট শিকার করেছেন তিনি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ