Advertisement
Advertisement
Ajinkya Rahane

‘এখনও আগুনটা মরেনি…’, নাইট জার্সির ফর্ম সম্বল করেই জাতীয় দলে ফিরতে মরিয়া রাহানে

নাইট অধিনায়কের আঙুলের চোট কি সেরেছে?

KKR captain Ajinkya Rahane said fire and hunger still there to make India return

ছবি বিসিসিআই

Published by: Arpan Das
  • Posted:May 2, 2025 3:39 pm
  • Updated:May 2, 2025 3:39 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের প্লে অফের ভাগ্য এখনও ঝুলে কেকেআরের। সেখানে যেতে হলে নিজেদের সব ম্যাচ জিততে হবে। অর্থাৎ, এখনও নিজেদের ভাগ্য নিজেদের হাতে আছে। কিন্তু তাদের অধিনায়ক অজিঙ্ক রাহানের জাতীয় দলে কি ফিরতে পারবেন? সেটা অবশ্য তাঁর নিজের হাতে নেই। সেটা মেনে নিয়েও রাহানে বলছেন, হাল ছাড়বেন না। জাতীয় দলে ফেরার জন্য নিজের সর্বস্ব দিতে তৈরি।

Advertisement

রবিবার রাজস্থানের বিরুদ্ধে নামবে নাইট রাইডার্স। রাজস্থানের অবশ্য আইপিএল থেকে ইতিমধ্যেই ‘ছুটি’ হয়ে গিয়েছে। কিন্তু ‘পচা শামুকে পা কেটে’ প্লে অফের স্বপ্ন শেষ হয়ে যেতে পারে নাইটদের। সেখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে রাহানের ফর্ম। তিনি বলছেন, “আমি আক্রমণাত্মক খেলতে ভালোবাসি। পরিস্থিতি অনুযায়ী স্ট্রাইক রেট রোটেট করি। কিন্তু এটা কখনই ভাবি না যে, আমাকে ২০০ বা ২২০ স্ট্রাইক রেটে খেলতেই হবে।”

ঘরোয়া ক্রিকেটে এবার দারুণ ফর্মে ছিলেন তিনি। নাইট জার্সিতেও সেই ফর্ম অব্যাহত রেখেছেন। কিন্তু সেটাকে সম্বল করে জাতীয় দলে ফেরা কি সম্ভব? রাহানে আশাবাদী। তিনি বলছেন, “অবশ্যই ফের জাতীয় দলে ফিরতে চাই। সেই খিদে, সেই আগুনটা এখনও আমার মধ্যে আছে। কিন্তু ভবিষ্যৎ নিয়ে এখনই কিছু ভাবছি না। তবে আমি কখনও হাল ছাড়ব না। মাঠে সব সময় নিজের সেরাটা দিতে চাই। যেটা আমার হাতে আছে, সেটা নিয়েই শুধু ভাবছি।”

আগের ম্যাচে আঙুলে চোট পেয়েছিলেন রাহানে। রাজস্থানের বিরুদ্ধে কি খেলতে পারবেন? রাহানে জানাচ্ছেন, “এখন ঠিক আছি। অনুশীলনও করেছি। এখনই কিছু বলতে চাই না। আশা করছি, ম্যাচ খেলতে পারব।” ১০ ম্যাচে নাইটদের পয়েন্ট ৯। প্লে অফে যেতে হলে পরের চারটি ম্যাচ জিততে হবে কেকেআরকে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ