Advertisement
Advertisement
KKR cricketer

আবারও বন্য উদযাপন! এবার ঘরোয়া লিগেও শাস্তি কেকেআর ক্রিকেটারের

ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল।

KKR cricketer punished in domestic league

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:August 13, 2025 4:53 pm
  • Updated:August 13, 2025 4:53 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বভাব পরিবর্তনশীল। কিন্তু হর্ষিত রানার স্বভাবে পরিবর্তন আসছে না কিছুতেই। বিপক্ষ ব্যাটারকে আউট করে আগ্রাসী মনোভাব দেখিয়ে একবছর আগে আইপিএলে শাস্তি পেয়েছিলেন তিনি। এবার দিল্লি প্রিমিয়ার লিগেও একই ছবি। প্রায় একই অপরাধের মাশুল গুনে আবারও শাস্তির ভ্রূকুটি নেমে এসেছে রানার উপর।

Advertisement

দিল্লির টি-টোয়েন্টি লিগের একটি ম্যাচে মুখোমুখি হয়েছিল ওয়েস্ট দিল্লি লায়ন্স এবং নর্থ দিল্লি স্ট্রাইকার্স। প্রথমে ব্যাট করে ওয়েস্ট দিল্লির সামনে ১৬৬ রানের লক্ষ্য রাখে নর্থ দিল্লি। শুরুতেই দুর্দান্ত নর্থ দিল্লির অধিনায়ক হর্ষিত রানা বিপক্ষ ব্যাটার আয়ুষ দোসেজার উইকেট ছিটকে যায়। বলের গতি এতটাই বেশি ছিল যে উইকেটের বেল ভেঙে যায়।

তবে, রানার উচ্ছ্বাস থামেনি। দোসেজার সামনে গিয়ে আগ্রাসী ভঙ্গিতে তাঁকে সাজঘরে ফিরে যাওয়ার কথা চিৎকার করে বলতে থাকেন। ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। এমন কাণ্ড ঘটিয়েই সাজা পেয়েছেন রানা। তাঁকে ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে বলে খবর। যদিও রানা তাঁর অপরাধ স্বীকার করে নিয়েছেন। 

২০২৪ সালের আইপিএলে কেকেআর বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচে বিতর্কিত আচরণ করায় এক ম্যাচের জন্য সাসপেন্ড হতে হয়েছিল তাঁকে। দিল্লির বিরুদ্ধে ম্যাচে বন্য উদযাপনের জন্য কড়া শাস্তি পেতে হয়েছিল তাঁকে। ওই বছরেই লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে উইকেট নেওয়ার পরে মুখে আঙুল দিয়ে চুপ করে থাকার অঙ্গভঙ্গি করে বিতর্কে জড়িয়েছিলেন কেকেআর পেসার।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ