Advertisement
Advertisement
Andre Russell and Virat Kohli

এই জন্যই কোহলির মুখে ‘বড় কথা’! আচমকা কেন টাকার ‘খোঁচা’ দিলেন রাসেল?

আইপিএল জয়ের পর কী বলেছিলেন কোহলি?

KKR star Andre Russell disagrees with Kohli's comment on IPL 5 levels below Test cricket
Published by: Arpan Das
  • Posted:June 7, 2025 12:09 pm
  • Updated:June 7, 2025 12:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর কোহলি বলেছিলেন, টেস্ট খেলার থেকে অন্তত পাঁচধাপ নীচে এই আনন্দ। সদ্য টেস্ট অবসর নেওয়া কোহলির এই মন্তব্যে লাল বলের ক্রিকেট নিয়ে তাঁর ভালোবাসা দেখে খুশিই হয়েছিলেন ভক্তরা। কিন্তু তাঁর এই মন্তব্য ভালোভাবে নিচ্ছেন না আন্দ্রে রাসেল। বরং কোহলিকে টাকার ‘খোঁচা’ দিয়ে রাখলেন নাইট তারকা।

বিশ্বের বিভিন্ন প্রান্ত ঘুরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেন রাসেল-সহ ওয়েস্ট ইন্ডিজের অনেক ক্রিকেটার। দেশের হয়ে টেস্ট খেলতে তাঁরা কতটা দায়বদ্ধ, সেই নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। তাঁর সাফ বক্তব্য, কোহলিরা বোর্ডের থেকে যে পরিমাণ টাকা পান, সেরকম পেলে তাঁরাও টেস্ট খেলতে রাজি হবেন। নাইট তারকা বলেন, “ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দেশে ক্রিকেটারদের ভালোমন্দ দেখভাল করা হয়। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা।”

তিনি আরও বলেন, “এইসব দেশের ক্রিকেটাররা বোর্ডের থেকে টাকার লোভনীয় চুক্তি পায়। সেই জন্য টেস্ট ক্রিকেট বা অন্য ফরম্যাটে খেলতে আগ্রহ দেখায়। আর সেখানে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররা ৫০ বা ১০০ টেস্ট খেলার পর অবসর নিলেও কোনও আর্থিক নিরাপত্তা নেই। অবশ্যই আপনি চাইবেন ভালোভাবে জীবনভাবে উপভোগ করতে এবং পরিবারকে নিরাপত্তা দিতে।”

আর সেটা পেলে তিনিও আগ্রহ-সহ টেস্ট ক্রিকেট খেলতেন। রাসেল বলছেন, “আমিও টেস্ট ক্রিকেটকে ভালোবাসি। কিন্তু আমাকে তো টেস্ট ক্রিকেট খেলতে দেওয়া হয়নি। আমাদের বোর্ড চেয়েছে আমি সাদা বলে মনোযোগ দিই। দিনের শেষে আমি পেশাদার। তার জন্য আমার কোনও আফসোস নেই।” এই মুহূর্তে বাটলারদের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য ইংল্যান্ডে আছেন রাসেল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement