Advertisement
Advertisement

Breaking News

IPL 2025

ব্যাটিং স্বর্গে আজ মানরক্ষার যুদ্ধ, নাইটদের প্রতিপক্ষ হায়দরাবাদ

হঠাৎ করে যেন জ্বলে উঠেছে হায়দরাবাদের বিস্ফোরক ব্যাটিং লাইন আপ।

KKR to face SRH in their last match of IPL 2025
Published by: Anwesha Adhikary
  • Posted:May 25, 2025 1:22 pm
  • Updated:May 25, 2025 1:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা দল গতবারের চ্যাম্পিয়ন, অন্যটা রানার্স। কিন্তু এবার তাদের ম্যাচ নিয়ে একবিন্দুও মাথাব্যথা নেই। কারও নেই। আসলে রবিবাসরীয় কোটলায় কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ নিয়ে উত্তেজনা থাকার কথাও নয়। দু’টো দলই আইপিএল নকআউটে যাচ্ছে না। হায়দরাবাদের বিদায় হয়েছে আগেই। কঠিন হলেও কেকেআরের যে সম্ভাবনা ছিল, তা শেষ হয়েছে আগের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায়।

তবে শেষ ম্যাচটা জিতে সম্মানের সঙ্গে আইপিএল অভিযান সমাপ্ত করতে চাইছে কেকেআর। একদিন আগেই দলের তরফে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেলরা কার্যত ক্ষমা চেয়েছেন সমর্থকদের উদ্দেশ্যে। সঙ্গে জানিয়েছেন, এবারের ব্যর্থতা কোটি টাকার ক্রিকেট লিগের আগামী সংস্করণে মুছে ফেলতে তাঁরা বদ্ধপরিকর। আর সেই ‘রিডেম্পশন’ পর্ব হায়দরাবাদ ম্যাচেই শুরু করে দিতে চাইছে নাইটরা। যে প্রতিপক্ষকে শেষ দু’টো আইপিএল মিলিয়ে চার সাক্ষাতে চারবারই হারিয়েছে কেকেআর।

তবে রবিবার কেকেআরের কাজটা যে সহজ হবে না, বলাই বাহুল্য। প্লে অফ অঙ্ক থেকে ছিটকে গিয়ে হঠাৎ করে যেন জ্বলে উঠেছে হায়দরাবাদের বিস্ফোরক ব্যাটিং লাইন আপ। শেষ দু’টো ম্যাচেই দু’শোর বেশি রান তুলে জিতেছেন অভিষেক শর্মা, ঈশান কিষানরা। আর ম্যাচ কোটলার ব্যাটিং সহায়ক উইকেটে। সেখানে যে ট্র্যাভিস হেড, হেনরিখ ক্লাসেনদের মোকাবিলা সহজ হবে না, নতুন করে বলার প্রয়োজন পড়ে না। কারণ বরুণ চক্রবর্তী ও সুনীল নারিন ছাড়া পাতে দেওয়ার মতো বোলার নেই নাইট সংসারে। আর ব্যাটিং নিয়ে যত কম কথা বলা যায়, তত ভালো। ফিল সল্ট, শ্রেয়স আইয়ারদের শূন্যস্থান পূরণ করতে পারেননি কুইন্টন ডি’কক, অজিঙ্ক রাহানেরা। তাছাড়া ব্যাটিং অর্ডার নিয়ে পরীক্ষানিরীক্ষাও ডুবিয়েছে নাইটদের।

আজ আইপিএলে
সানরাইজার্স হায়দরাবাদ বনাম কলকাতা নাইট রাইডার্স
সন্ধ্যা ৭.৩০, নয়াদিল্লি
স্টার স্পোর্টস ও জিও-হটস্টার

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement