Advertisement
Advertisement
KL Rahul

ঈশ্বরের উপহার… সদ্যোজাত মেয়ের নাম জানালেন রাহুল-আথিয়া

গত মাসেই ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিয়েছিলেন আথিয়া শেট্টি।

KL Rahul-Athiya reveal the name of their newborn daughter

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:April 18, 2025 2:43 pm
  • Updated:April 18, 2025 3:12 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের জন্মদিনকে সপরিবারে স্মরণীয় করে রাখলেন কেএল রাহুল। গত মাসেই ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিয়েছিলেন আথিয়া শেট্টি। প্রথমবার বাবা হয়ে উচ্ছ্বসিত ছিলেন কেএল রাহুল। এদিন এই দম্পতি সংসারের নতুন অতিথির নাম জানালেন। ইনস্টাগ্রামে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন সেই সুখবর।

Advertisement

তাঁরা লিখেছেন, ‘আমাদের শিশুকন্যা, আমাদের সবকিছু। তার নাম ইভারা। অর্থাৎ ঈশ্বরের উপহার।’ সন্তানের নাম জানানোর পাশাপাশি রাহুল-আথিয়া একটি ছবিও পোস্ট করেছেন। যেখানে শিশুকন্যা ইভারাকে কোলে নিয়েছেন রাহুল। সদ্যোজাতর দিকে তাকিয়ে আছেন আথিয়া।

আজ কেএল রাহুল তাঁর ৩৩তম জন্মদিন উদযাপন করছেন। তাঁর অনুরাগীদের জন্য এর চেয়ে ভালো রিটার্ন গিফট আর কিই বা হতে পারে? পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা তাঁদের শুভেচ্ছা জানান। এক ভক্ত লিখেছেন, ‘খুবই হৃদয়স্পর্শী ছবি। অনেক শুভেচ্ছা রইল।’

২০১৯ সালে একে অপরকে মন দিয়েছিলেন রাহুল ও আথিয়া। নিজেরা কখনও ভালোবাসার কথা সরাসরি স্বীকার না করলেও তাঁদের ডেটিংয়ের নানা ছবি প্রকাশ্যে আসে। রাহুল-আথিয়ার প্রেম পরিণতি পায় ২০২৩ সালের ২৩ জানুয়ারি। গত বছরের নভেম্বর মাসে তারকা দম্পতি ঘোষণা করেন নতুন অতিথি আসার বিষয়টি। আর এবার শুরু হল পেরেন্টহুড। উল্লেখ্য, কন্যাসন্তানের বাবা হওয়ার পর আইপিএলে অসাধারণ ফর্মে দেখা গিয়েছে। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ