সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছরের ইংল্যান্ড সফরে দারুণ ফর্মে ছিলেন। পাঁচশোর বেশি রান করেছিলেন। এবার দেশে ফিরেও স্বপ্নের ফর্ম ধরে রাখলেন কে এল রাহুল। আহমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে নেমে দুরন্ত সেঞ্চুরি হাঁকালেন ভারতীয় ওপেনার। তারপরই মেয়েকে উদ্দেশ্য করে অভিনব সেলিব্রেশন রাহুলের।
১৯০ বলে সেঞ্চুরি হাঁকান তারকা ব্যাটার। ১২টি বাউন্ডারি দিয়ে ইনিংস সাজিয়েছেন রাহুল। শতরান পূরণ করে মুখে আঙুল দিয়ে বিশেষ সেলিব্রেশনে মেতে ওঠেন। দিনের শেষে বলে যান, “এটা আমার মেয়ের জন্য।” চলতি বছরের মার্চ মাসে রাহুল ও আথিয়া শেট্টির কন্যাসন্তানের জন্য হয়। খুদে ইভারার জন্য অভিনব সেলিব্রেশন রাহুলের।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামার আগে ভারত এ দলের হয়ে ম্যাচ খেলেন রাহুল। অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে ভালো ফর্মে ছিলেন। আহমেদাবাদে সেঞ্চুরির পর তিনি বলেন, “আমি আগের সপ্তাহেই একটা ম্যাচ খেলেছি। তার আগে ৫-৬ সপ্তাহ খেলার মধ্যে ছিলাম না। ফলে কিছুটা দুশ্চিন্তায় ছিলাম। তাই নিজের ছন্দে ফিরতে চেয়েছিলাম। মাঠে যতটা সম্ভব বেশি সময় কাটিয়ে রান করাটাই উদ্দেশ্য ছিল। ৪-৫টা দিন মাঠের মধ্যে কাটানো শারীরিক ভাবে খুব কঠিন।”
রাহুল আরও বলেন, “এখানের পরিবেশে ম্যাচ খেলা যথেষ্ট চ্যালেঞ্জের। এর আগের সপ্তাহের ম্যাচটা আরও কঠিন ছিল। আমি এখন নিজের ব্যাটিং উপভোগ করছি। বিভিন্ন পরিবেশে খেলছি। ইংল্যান্ডে প্রাণভরে খেলেছি। রান পেলে তো আত্মবিশ্বাস বাড়েই। এত বড় একটা সিরিজের পর ছুটি পেয়েছি। আবার মাঠে ফিরতে পেরে ভালো লাগছে।”
A special knock calls for a special celebration
Describe KL Rahul’s knock so far
Updates ▶ | | |
— BCCI (@BCCI)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.