ওয়েস্ট ইন্ডিজ: ১৬২ (গ্রিভস ৩২, হোপ ৩২, সিরাজ ৪০/৪, বুমরাহ ৪২/৩)
ভারত: ১২১/২ (রাহুল ৫৩*, যশস্বী ৩৬, জেডেন ২১/১, চেজ ১২/১)
৪১ রানে পিছিয়ে ভারত।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম দিনের শেষে সুবিধাজনক জায়গায় ভারত। শক্তির বিচারে ভারতের থেকে অনেকটাই পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ। সেটাই প্রমাণিত হল আহমেদাবাদে। ভারতীয় বোলারদের দাপটের সামনে মাত্র ১৬২ রানে শেষ হয়ে যায় ক্যাবিবীয় দলের প্রথম ইনিংস। জবাবে ধৈর্যের পরিচয় দিয়ে অসাধারণ হাফসেঞ্চুরি করলেন কেএল রাহুল। প্রথম দিনের শেষে ২ উইকেট খুইয়ে ভারতের রান ১২১। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের রান টপকে যেতে ভারতের দরকার মাত্র ৪১ রান।
বৃহস্পতিবার টসে জিতে ব্যাটিং নেন রস্টন চেজ। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের ২২ গজে ঘাস রয়েছে। আকাশেও মেঘ ছিল। এই পরিস্থিতিতিতে ব্যাটিং করার সিদ্ধান্ত কতটা যুক্তিযুক্ত হল, তা নিয়ে প্রশ্নচিহ্ন রয়েই যাচ্ছে। ভারতীয় পেসারদের দাপটে চা পানের বিরতির আগেই ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে গেল মাত্র ১৬২ রানে। সিরাজ নিলেন ৪০ রানে ৪ উইকেট। বুমরাহর শিকার ৩টি উইকেট। কুলদীপ নিলেন ২টি এবং ওয়াশিংটন সুন্দরের শিকার ১ উইকেট। ওয়েস্ট ইন্ডিজের হয়ে জাস্টিন গ্রিভস (৩২) করেন সর্বোচ্চ রান।
জবাবে সন্তর্পণে শুরু করেন ভারতের দুই ওপেনার কেএল রাহুল এবং যশস্বী জয়সওয়াল। ঠান্ডা মাথায় খেলছিলেন দু’জনেই। তৃতীয় সেশনে যখন বৃষ্টি নামে, তখন ভারতের রান ছিল ১২.৫ বলে ২৩। তবে বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হয়নি। হালকা রোদ উঠতেই ভারতীয় ওপেনাররা যেন খোলস ছেড়ে বেরিয়ে আসেন। কিন্তু সেটাই শেষ পর্যন্ত কাল হল যশস্বীর। অফসাইডের বাইরের একটা বল চালিয়ে খেলতে গিয়ে ৩৬ রানে আউট হন তিনি। তাঁর ক্যাচ নিলেন উইকেটকিপার শাই হোপ।
ইংল্যান্ডে সিরিজে সেভাবে রান পাননি সাই সুদর্শন। তা সত্ত্বেও তাঁর উপর আস্থা রেখেছিলেন নির্বাচকরা। কিন্তু চেনা মাঠে নেমেও ব্যর্থ হলেন তিনি। এই স্টেডিয়ামে বহুদিন ধরে গুজরাট টাইটান্সের হয়ে খেলেছেন তিনি। কিন্তু চেনা সেই মাঠে মাত্র ৭ রানে আউট হয়ে গেলেন ২৩ বছরের এই বাঁ-হাতি ক্রিকেটার। ক্রস ব্যাটে খেলতে গিয়ে চেজের বল সুদর্শনের পায়ে গিয়ে লাগে। আম্পায়ার এলবিডব্লিউর সিদ্ধান্ত দিতে কোনও দ্বিধাবোধ করেননি। ভারতের রান তখন ২ উইকেটে ৯০।
দ্রুত দু’টি উইকেট খোয়ালেও ২২ গজে স্থির ছিলেন কেএল রাহুল। তবে, ব্যাটিং করতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে টানও ধরল তাঁর। বেশ অস্বস্তিকে দেখাচ্ছিল তাঁকে। তা বলে মনঃসংযোগে অভাব ঘটেনি। ধৈর্যের পরিচয় দিয়ে ১০১ বলে হাফসেঞ্চুরি পূরণ করেন রাহুল। দিনের শেষে ভারতের রান ২ উইকেটে ১২১। রাহুল (৫৩) এবং অধিনায়ক শুভমান গিল (১৮) অপরাজিত রয়েছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.