ফাইল চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আম্পায়ারের ভূমিকায় অবতীর্ণ কেএল রাহুল! তাতে অবশ্য ভারতের কোনও লাভ হল না। বরং ‘আম্পায়ার’ হয়ে রাহুল যা করলেন, তাতে বিভ্রান্ত হল দুই দলই। এমনকী ধারাভাষ্যকাররাও খানিকক্ষণ বুঝতে পারেননি ঠিক কী চলছে?
দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টের তৃতীয় দিনের ঘটনা। কুলদীপের ঘূর্ণিতে তখন বেশ চাপে ক্যারিবিয়ানরা। লাঞ্চের আগে তাদের রান ছিল ৮ উইকেটে ২১৭। সেই সময় হঠাৎই রাহুল উইকেটের একটি বেল ফেলে দেন। আসলে একটি ওভার শেষ হতেই রাহুল ভেবেছিলেন আম্পায়ার লাঞ্চের সিদ্ধান্ত নিয়েছেন। তাই তিনি উইকেটের বেল ফেলে দেন। ভারতীয় দলও ড্রেসিংরুমের দিকে হাঁটতে থাকে।
এর মধ্যে ধারাভাষ্যের দায়িত্বে থাকা মুরলী কার্তিকও কার্যত লাঞ্চের ঘোষণা করে দেন। বিভ্রান্তির এখানেই শেষ হয়নি। ব্যাটারের দিকে থাকা আম্পায়ারও ধরে নেন লাঞ্চ হয়ে গিয়েছে। শেষে আরেক আম্পায়ার রিচার্ড কলিংওয়ার্থ নন-স্ট্রাইকারের দিক থেকে এসে ক্রিকেটারদের ফিরিয়ে নিয়ে আসেন। সেই সঙ্গে জানান যে, লাঞ্চ হতে এখনও এক ওভার বাকি।
.
— Flick` (@was_flick)
লাঞ্চের পরও খানিকক্ষণ লড়াই চালিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত ২৪৮ রানে অলআউট হয় তারা। দাঁতে দাঁত চেপে ফলো অন বাঁচানোর লড়াই চালিয়ে যান অ্যান্ডারসন ফিলিপ (২৪) এবং জেডন সিলস (১৩)। কিন্তু ফলোঅন এড়াতে পারেনি। কুলদীপ যাদবের পাঁচ উইকেটের দাপটে ২৭০ রানে পিছিয়ে পড়েন রস্টন চেজরা। সিরিজে এই প্রথমবার ২০০ রানের গণ্ডি পেরলেন তেগনারায়ণ চন্দ্রপলরা। তবে তৃতীয় দিনের পালটা লড়াই চালাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.