Advertisement
Advertisement
Kuldeep Yadav

ক্যারিবিয়ানদের বিরুদ্ধে পাঁচতারা পারফরম্যান্স, ৬৮ বছর পুরনো নজির ভেঙে বিশ্বরেকর্ড কুলদীপের

কুলদীপের ম্যাজিকে অসহায় আত্মসমর্পণ ওয়েস্ট ইন্ডিজের।

Kuldeep Yadav breaks 68-Year-Old Record as fastest Left-Arm Wrist Spinner
Published by: Arpan Das
  • Posted:October 12, 2025 2:43 pm
  • Updated:October 12, 2025 2:43 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আগুনে ফর্মে কুলদীপ যাদব। ৫ উইকেট নিয়ে ক্যারিবিয়ানদের ফলো অন করতে পাঠালেন ভারতের বাঁহাতি স্পিনার। সেই সঙ্গে বিশ্বরেকর্ডও গড়লেন। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে তাঁর বোলিংয়ে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে কার্যত অসহায় আত্মসমর্পণ ওয়েস্ট ইন্ডিজের।

Advertisement

২৬.৫ ওভারে ৮২ রান দিয়ে ৫ উইকেট পান কুলদীপ। যার সাহায্যে ৬৮ বছর পুরনো রেকর্ড ভেঙে দিলেন তিনি। এতদিন ইংল্যান্ডের জনি ওয়ার্ডলের নামে বাঁহাতি স্পিনার হিসেবে টেস্টে সবচেয়ে বেশিবার ৫ উইকেটের নজির ছিল। দিল্লির পারফরম্যান্সে কুলদীপের নামেও এখন পাঁচটি ৫ উইকেটের রেকর্ড। কিন্তু ওয়ার্ডল ২৮ টেস্টে এই রেকর্ড গড়েছিলেন, কুলদীপ ‘পাঞ্জার’ ‘পাঞ্জা’ পেলেন মাত্র ১৫টি টেস্টে।

পাঁচ উইকেট তুলে নিয়ে নজর কেড়েছেন কুলদীপ যাদব। দ্বিতীয় দিন অ্যালিক অ্যাথানিজের উইকেট তুলে খাতা খুলেছিলেন তারকা স্পিনার। রবিবার সকাল থেকে পরপর তাঁর ঝুলিতে যায় চার উইকেট। হোপ, ইমলাখ, গ্রিভসকে প্যাভিলিয়নে ফেরান তিনি। ক্রিজ কামড়ে পড়ে থাকা সিলসকে আউট করে ক্যারিবীয় ইনিংসে শেষ পেরেকটা পুঁতে দেন।

কুলদীপ প্রথম ৫ উইকেটটি পেয়েছিলেন ২০১৮ সালে সেটাও ছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রাজকোটে। তারপর ২০১৯-এ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনিতে। ২০২২-র চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে মাত্র ৪০ রানে ৫ উইকেট পান। সেটাই তাঁর টেস্ট কেরিয়ারের সেরা বোলিং। ২০২৪-এ ধরমশালায় ইংল্যান্ডের বিরুদ্ধেও ৫ উইকেট পেয়েছিলেন তিনি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ