Advertisement
Advertisement
Shubman Gill

ওভালেও খেলবেন না কুলদীপ! অর্শদীপের অভিষেক, বুমরাহকে নিয়ে কী আপডেট দিলেন গিল?

ভারতীয় অধিনায়কের অনুমান, ওভালে খুব একটা সাহায্য পাবেন না স্পিনাররা।

Kuldeep Yadav might not play in Oval test, Shubman Gill drop hint
Published by: Anwesha Adhikary
  • Posted:July 30, 2025 8:30 pm
  • Updated:July 30, 2025 8:54 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওভাল টেস্টেও খেলানো হবে না কুলদীপ যাদবকে! ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে এসে এমনটাই ইঙ্গিত দিলেন ভারতীয় অধিনায়ক শুভমান গিল। তবে ওভালে টেস্ট অভিষেক হতে পারে অর্শদীপ সিংয়ের। ভারতীয় অধিনায়কের অনুমান, ওভালে খুব একটা সাহায্য পাবেন না স্পিনাররা। তবে জশপ্রীত বুমরাহ আদৌ খেলবেন কিনা সেই নিয়ে ধোঁয়াশা জিইয়ে রাখলেন শুভমান।

Advertisement

ম্যাঞ্চেস্টারে রবীন্দ্র জাদেজা-ওয়াশিংটন সুন্দরের লড়াকু সেঞ্চুরিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ড্র করেছে ভারত। কিন্তু এখনও সিরিজে ১-২ ব্যবধানে পিছিয়ে গিলরা। যদি পঞ্চম তথা শেষ টেস্টে ওভালে জিতলে সিরিজ ড্র হবে। তবে ম্যাঞ্চেস্টারে ভারতকে ভুগিয়েছে বোলিং ব্যর্থতা। রুট-স্টোকসরা অনায়াসে ৬৬৯ রান করে যান। চোটের জন্য আকাশ দীপ ছিলেন না। খেলতে পারেননি অর্শদীপ সিং। সেই জায়গায় অংশুল কাম্বোজের অভিষেক হলেও চূড়ান্ত ব্যর্থ। সেক্ষেত্রে পঞ্চম টেস্টে অভিষেক হতে পারে অর্শদীপের।

দেশের হয়ে ৬৩টি টি-টোয়েন্টি ও ৯টি ওয়ানডে খেলেছেন অর্শদীপ। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের নায়ক ছিলেন। তবে এখনও ভারতের হয়ে লাল বলে খেলা হয়নি। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে এসে গিল বলেন, “অর্শদীপকে তৈরি থাকতে বলা হয়েছে। তবে পিচের অবস্থা দেখে তারপরেই প্রথম একাদশ ঠিক করব।” বুমরাহ কি খেলবেন? প্রশ্নের জবাবে গিল বলেন, “উইকেট তো বেশ সবুজ। তাই আগামিকাল সিদ্ধান্ত নেব।”

কিন্তু কুলদীপকে সম্ভবত খেলানো হবে না বলেই ইঙ্গিত দিলেন ভারত অধিনায়ক। গিল বলেন, “ইংল্যান্ড কিন্তু পুরোপুরি স্পিনার খেলাচ্ছে না। জো রুট এবং জ্যাকব বেথেল ওদের স্পিন বিভাগ সামলাবে। আমাদেরও জাদেজা-সুন্দর রয়েছে, যারা ব্যাটে-বলে ভালো পারফর্ম করেছে। তাই ওদিকটা নিয়ে ভাবতেই হচ্ছে না।” বিশেষত ওয়াশিংটনের উচ্ছ্বসিত প্রশংসা করেন ভারত অধিনায়ক। সিরিজ ২-২ করতে মরিয়া গিল। তাঁর কথায়, প্রত্য়েকটি টেস্টই পঞ্চম দিন পর্যন্ত গড়িয়েছে। ফলে শেষ ম্যাচেও হাড্ডাহাড্ডি লড়াই হবে দু’পক্ষে। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ