Advertisement
Advertisement
PSL

আইফোন পুরস্কারে আত্মহারা পিএসএল জয়ীরা, ‘জীবনে আইফোন দেখেনি?’ খোঁচা নেটপাড়ায়

সিকান্দার রাজা থেকে হ্যারিস রাউফ, কে নেই সেই তালিকায়?

Lahore Qalandar's players over excited after Shaheen Afridi announced iPhones for PSL 2025 title-winning squad
Published by: Arpan Das
  • Posted:May 30, 2025 8:46 pm
  • Updated:May 30, 2025 8:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই পিএসএলেই দেখা গিয়েছে পুরস্কার হিসেবে হেয়ার ড্রায়ার দিতে। কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার পর এরকম আজব উপহার দেওয়া হয়নি। লাহোর কালান্দার্স ফাইনাল জেতার পর সব প্লেয়ার উপহার পেলেন আইফোন। কিন্তু সেই ঘোষণায় প্লেয়াররা এমন উচ্ছ্বসিত হলেন যে, তা দেখে হাসির রোল নেটদুনিয়ায়।

Advertisement

পিএসএল চ্যাম্পিয়ন হয়েছে লাহোর কালান্দার্স। শাহিন শাহ আফ্রিদির দল ফাইনালে হারায় কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে। তারপর ড্রেসিংরুমে ট্রফি নিয়ে সেলিব্রেটও করেছেন ক্রিকেটাররা। সেটা অবশ্য দিন চারেক আগের ঘটনা। সম্প্রতি ড্রেসিংরুমের সেই বিজয়োল্লাসের যে ভিডিও ভাইরাল হয়েছে, তা দেখে অবাক ক্রিকেটভক্তরা।

সেখানে অধিনায়ক শাহিন আফ্রিদি ঘোষণা করেন, “এবার সবাই একটা করে আইফোন পাবেন।” আর সেই ঘোষণা শুনে আনন্দে আত্মহারা লাহোরের ক্রিকেটাররা। কেউ আনন্দে লাফ দিয়ে উঠলেন। কেউ-বা দু’হাত ছুড়ে উল্লাসে ব্যস্ত। ফাইনালের নায়ক জিম্বাবোয়ের সিকান্দার রাজা থেকে পাক পেসার হ্যারিস রাউফ কে নেই সেই তালিকায়।

আর সেই উল্লাস দেখে নেটিজেনদের অবাক প্রশ্ন, ‘এরা কি জীবনে কখনও আইফোন দেখেনি?’ আরেকজনের প্রশ্ন, ‘এরা কি আদৌ টাকা পাবে?’ অনেকে আবার মজা করে বলছেন, ‘আহা রে! এরা কত ছোট ছোট বিষয়ে আনন্দ পায়!’ অনেকে এই সুযোগে সেই পুরনো হেয়ার ড্রায়ারের কথাও উসকে দিচ্ছেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement