সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের প্রথম মরশুমেই বিতর্কে জড়িয়েছিলেন হরভজন সিং (Harbhajan Singh)। তখন মুম্বই ইন্ডিয়ান্সে খেলতেন তিনি। ম্যাচের শেষে আচমকাই কিংস ইলেভেন পাঞ্জাবের শ্রীসন্থকে (Sreesanth) চড় কষিয়েছিলেন ভাজ্জি। টিভি ক্যামেরায় দেখা গিয়েছিল, চড় খেয়ে শ্রীসন্থের চোখ থেকে জল পড়ছে। ঘটনার ১৮ বছর পর ‘স্ল্যাপগেট’ বিতর্কের (Slapgate Controversy) একটি ভিডিও প্রকাশ্যে এনেছেন ললিত মোদি।
বিয়ন্ড২৩ ক্রিকেট পডকাস্টে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক মাইকেল ক্লার্কের সঙ্গে এক সাক্ষাৎকারে ললিত মোদি সেই ফুটেজটি শেয়ার করেন। যা এতদিন না দেখা ছিল। ফুটেজ দেখানোর আগে ললিত বলেন, “খেলা শেষ হয়ে গিয়েছিল। ক্যামেরাও বন্ধ ছিল। আমার একটি সিকিউরিটি ক্যামেরা চালু ছিল। সেখানেই শ্রীসন্থ আর ভাজ্জির ঘটনাটির ভিডিও রেকর্ড হয়। ভাজ্জি উলটো হাতে সপাটে চড় মারে শ্রীসন্থকে। এতদিন এই ভিডিও আমি প্রকাশ্যে আনিনি। ১৮ বছর পর এটা সমক্ষে আনলাম।”
ভিডিওয় দেখা যাচ্ছে, হরভজনের হাতে চড় খেয়ে হতচকিত শ্রীসন্থ। আর ভাজ্জি তখন রীতিমতো উত্তেজিত। দুই ক্রিকেটারকেই সামলাতে দেখা যায় সতীর্থদের। সম্প্রতি ‘কুট্টি স্টোরিজ’ অনুষ্ঠানে রবিচন্দ্রন অশ্বিনের ইউটিউব চ্যানেলে হরভজনকে জিজ্ঞাসা করা হয়েছিল, তাঁর জীবন থেকে কোনও ঘটনা মুছে ফেলতে চান? উত্তরে ভাজ্জি বলেন, “আমার জীবন থেকে একটা জিনিস বদল করতে চাই। তা হল শ্রীসন্থের সঙ্গে ঘটে যাওয়া সেই ঘটনা। কেরিয়ার থেকে সেই ঘটনা মুছে ফেলতে চাই। যা ঘটেছিল, সেটা ভুল ছিল। অন্তত ২০০ বার ক্ষমা চেয়েছি। ওই ঘটনার এতগুলো বছর পরেও আমার মধ্যে খারাপ লাগাটা কাজ করে। যখনই সুযোগ পাই, তখনই এটা নিয়ে ক্ষমা চাই।”
উল্লেখ্য, ঘটনাটি ঘটেছিল মোহালিতে মুম্বই বনাম পাঞ্জাব ম্যাচে। সেই ম্যাচে ৬৬ রানে হেরে যায় মুম্বই। ম্যাচের শেষে মাঠ থেকে বেরনোর সময়েই বিপত্তি ঘটে। হেরে যাওয়ার রাগ সামলাতে না পেরে শ্রীসন্থকে চড় মারেন সেই ম্যাচে মুম্বইয়ের অধিনায়ক হরভজন। এই ঘটনার ফলে সেই মরশুমের আইপিএল থেকে নির্বাসিত হন তিনি। বিসিসিআইও পাঁচটি ম্যাচের জন্য তাঁকে নির্বাসনে পাঠায়। ভাজ্জি মনে করিয়ে দিয়েছিলেন, শ্রীসন্থের মেয়ে একবার তাঁকে দেখে রেগেমেগে বলে বসে, “তোমার সঙ্গে কথা বলতে চাই না। তুমি আমার বাবাকে মেরেছ।” যা প্রাক্তন অফ স্পিনারের মনে গভীর প্রভাব ফেলেছিল। আর এবার ললিত মোদির প্রকাশ করা ভিডিও সোশাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.