Advertisement
Advertisement
Lalit Modi

বিসিসিআইয়ের বিরুদ্ধে ‘যুক্তিহীন’ মামলা, ললিত মোদিকে জরিমানা আদালতের

আন্তর্জাতিক আইনের জটিলতার জেরে 'পলাতক' ললিতকে এখনও দেশে ফেরানো যায়নি।

Lalit Modi wants BCCI to pay his ED penalty, court slaps fine on him

ফাইল ছবি।

Published by: Subhajit Mandal
  • Posted:December 21, 2024 2:23 pm
  • Updated:December 21, 2024 2:23 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিসিসিআইকে আইনি জটিলতায় জড়াতে গিয়ে নিজেই বিপাকে পলাতক ব্যবসায়ী তথা আইপিএলের স্রষ্টা ললিত মোদি। ভিত্তিহীন দাবিতে মামলা করার জেরে মোদিকে এক লক্ষ টাকা জরিমানা করল বম্বে হাই কোর্ট। বম্বে হাই কোর্ট সাফ বলছে, ইচ্ছাকৃতভাবে যুক্তিহীন দাবিতে আদালতের সময় নষ্ট করেছেন ললিত।

Advertisement

আসলে প্রাক্তন আইপিএল কমিশনার একাধিক দুর্নীতির অভিযোগে দুষ্ট। তাঁর বিরুদ্ধে তদন্ত করছে ইডি-সহ একাধিক ভারতীয় তদন্তকারী সংস্থা। এমনই এক দুর্নীতির মামলায় ললিত মোদিকে ২০১৮ সালে ১০ কোটি ৬৫ লক্ষ জরিমানার নির্দেশ দেয় ইডি। প্রাক্তন আইপিএল কমিশনারের বিরুদ্ধে অভিযোগ তিনি বিদেশি বিনিয়োগ টানতে ফেমা আইন লঙ্ঘন করছেন। পালটা ললিতের দাবি ছিল, বিসিসিআইয়ের কাছে মোটা অঙ্কের ক্ষতিপূরণ প্রাপ্য তাঁর। তাই ওই ইডির জরিমানার মিটিয়ে দিক বিসিসিআই। এই মর্মে বোর্ডকে নির্দেশ দেওয়ার দাবিতে বম্বে হাই কোর্টে মামলা করেন তিনি।

বম্বে হাই কোর্ট শুধু ললিতের দাবি খারিজ করল তাই নয়, একই সঙ্গে অহেতুক আদালতের সময় নষ্ট এবং যুক্তিহীন মামলা করার দায়ে ললিতকে জরিমানাও করা হল। বম্বে হাই কোর্ট বলছে, সুপ্রিম কোর্ট আগেই জানিয়ে দিয়েছে ললিত মোদি ভারতীয় বোর্ডের কাছে কোনওরকম ক্ষতিপুরণ পান না। ফলে এই ধরনের দুর্নীতির দায় নিতে বিসিসিআই বাধ্য নয়। তা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে মামলা করেছেন ললিত।

বর্তমানে ললিত মোদি ব্রিটেনে রয়েছেন। তাঁর কার্যকালে আইপিএলের তহবিল নয়ছয় করেছিলেন বলে বিসিসিআই যে ফৌজদারি অভিযোগ করেছে, এখনও সেই মামলার তদন্ত করছে ইডি। তাঁকে দেশে ফেরানোর চেষ্টাও চলছে। কিন্তু আন্তর্জাতিক আইনের জটিলতার জেরে ললিতকে এখনও দেশে ফেরানো যায়নি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ