সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফলো অন। টেস্ট ক্রিকেটের অন্য়তম লজ্জাজনক শব্দ। কিন্তু সেই ফলো অনের ধাক্কা সামলেও ম্যাচ জিতে যাওয়ার মতো বিরল নজির রয়েছে ভারতের। তবে বেশ কয়েকবার ভারত ফলো অন চাপালেও সেই ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে প্রতিপক্ষ। সেরকমই এক দাঁতে দাঁত চাপা লড়াই ভারতীয় শিবিরে ছুড়ে দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। পরিসংখ্যান বলছে, অতীতে চারবার বিপক্ষকে ফলো অন করিয়েও ম্যাচ জেতার জন্য ফের চতুর্থ ইনিংসে ব্যাট করতে হয়েছে ভারতকে। এবার রস্টন চেজদের বিরুদ্ধেও ভারতের একই অভিজ্ঞতা হবে।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৫১৮ রান তোলেন শুভমান গিলরা। জবাবে ২৪৫ রানে গুটিয়ে যায় ক্যারিবীয় ইনিংস। সঙ্গে সঙ্গে ওয়েস্ট ইন্ডিজকে ফলো অন করান শুভমান। কিন্তু ২৭০ রানে পিছিয়ে থেকেও দুরন্ত কামব্যাক করে ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে জন ক্যাম্পবেল, তারপর শাই হোপ-জোড়া সেঞ্চুরিতে ভর করে ইনিংস হার বাঁচিয়ে ফেলেছে ক্যারিবীয় ব্রিগেড। ভারতের প্রথম ইনিংসের স্কোরের সঙ্গে সমতা ফিরিয়ে এবার লিড নেওয়ার দিকে দৌড়চ্ছে তারা। অর্থাৎ ম্যাচ জিততে হলে কে এল রাহুলদের আবারও ব্যাট করতে নামতে হবে।
শেষবার ভারতীয় দলের এমন অভিজ্ঞতা হয়েছিল ২০১২ সালে। ভারত সফরে আসা ইংল্যান্ড খেলতে নেমেছিল আহমেদাবাদ টেস্টে। প্রথমে ব্যাট করে ৫২১ রান তুলেছিল ভারত। তারপর মাত্র ১৯১ রানে অলআউট হয়ে যায় ব্রিটিশ বাহিনী। মহেন্দ্র সিং ধোনি ইংল্যান্ডকে ফলো অন করান। কিন্তু অধিনায়ক অ্যালিস্টার কুকের ১৭৬ রানের ইনিংসে ভর করে ৪০৬ রান তোলে ইংল্যান্ড। শেষ দিনে জয়ের জন্য ভারতের সামনে ৭৭ রানের টার্গেট দেয় তারা। এক উইকেট খুইয়ে জয় নিশ্চিত করে ভারত। এবার ওয়েস্ট ইন্ডিজ কত টার্গেট দেবে ভারতকে, সেদিকে নজর ক্রিকেটপ্রেমীদের।
উল্লেখ্য, এর আগে ওয়েস্ট ইন্ডিজকে চারবার ফলো অন করিয়েছে ভারত। ২০০২, ২০১১, ২০১৬, ২০১৮-প্রত্যেকবারই ফলো অনের পর ইনিংসে ম্যাচ জিতেছে ভারতীয় দল। তবে এবার ছবিটা পালটে গিয়েছে। দুরন্ত লড়াইয়ে প্রাণহীন দিল্লি টেস্ট জমিয়ে দিয়েছেন ক্যারিবীয়রা। চতুর্থ ইনিংসের কঠিন পিচে ব্যাট করে ম্যাচ জিততে হবে ভারতকে। তবে ফলো অন চাপানোর পর চতুর্থ ইনিংসে ব্যাট করে কখনও হারেনি টিম ইন্ডিয়া।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.