Advertisement
Advertisement
MS Dhoni's trademark

‘ক্যাপ্টেন কুল’ শব্দে ধোনির একার অধিকার নয়! ট্রেডমার্কে প্রবল আপত্তি আইনজীবীর

ট্রেডমার্ক নিয়ে ধোনির বিরুদ্ধে একাধিক যুক্তি আইনজীবী সংস্থার।

Law firm opposes MS Dhoni's trademark application for 'Captain Cool'

ফাইল চিত্র।

Published by: Subhajit Mandal
  • Posted:July 8, 2025 10:01 pm
  • Updated:July 8, 2025 10:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ক্যাপ্টেন কুল’। ভালোবেসে ভক্তদের দেওয়া নাম। সেই নামকে ‘ট্রেডমার্ক’ করাতে চেয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু মাহির সেই লক্ষ্যে ধাক্কা। ধোনিকে ‘ক্যাপ্টেন কুল’ শব্দের ট্রেডমার্ক দেওয়ার তীব্র বিরোধিতা করল আইনি পরামর্শদাতা সংস্থা ক্যানালিসিস অ্যাটোর্নিস অফ ল’। ওই সংস্থার দাবি, ধোনি যে যুক্তির উপর ভিত্তি করে মাহি ট্রেডমার্ক করাতে চাইছেন, সেই যুক্তিগুলি ভিত্তিহীন।

Advertisement

সম্প্রতি কলকাতার ট্রেডমার্কস রেজিস্ট্রি ধোনির আবেদন গ্রহণ করে ‘ক্যাপ্টেন কুল’ শব্দবন্ধটিকে তাদের অফিসিয়াল জার্নালে প্রকাশ করে। নিয়ম অনুযায়ী, জার্নালে প্রকাশ পাওয়ার পরবর্তী ১২০ দিনের মধ্যে সেটি নিয়ে আপত্তি জানাতে হয়। ক্যানালিসিস অ্যাটোর্নিস অফ ল’ও ওই সময়ের মধ্যেই ধোনির ট্রেডমার্কে আপত্তি জানিয়েছে। সংস্থার তরফে আইনজীবী নীলাংশু শেখর দাবি করেন, ধোনির ট্রেডমার্ক আইনবিরুদ্ধ।

তাঁর বক্তব্য, ক্যাপ্টেন কুল’ শব্দবন্ধটি শুধু ধোনিকে ঘিরেই তৈরি হয়নি। ক্রীড়া জগতে বহু বছর ধরে বিভিন্ন খেলোয়াড়কে বর্ণনা করতে এই শব্দবন্ধটি ব্যবহার হয়ে আসছে। এই বিশেষণটির কোনও নির্দিষ্ট উৎস নেই, এটি একটি জেনেরিক শব্দবন্ধ। তাছাড়া এই একই ধরনের ট্রেডমার্ক ইতিমধ্যেই রেকর্ডে রয়েছে, তাই এতে বিভ্রান্তি তৈরি হতে পারে। ওই আইনজীবীর আরও দাবি, ট্রেড মার্কস রেজিস্ট্রি ধোনির আবেদন প্রকাশ করে পদ্ধতিগত ভুল করেছে। তাঁর মতে, কেবলমাত্র জনপ্রিয়তার জোরে কোনও সাধারণ শব্দবন্ধকে ব্যক্তিগত সম্পত্তি হিসেবে ঘোষণা করা আইনসিদ্ধ নয়।

তবে ধোনির তরফে ইতিমধ্যেই এই অভিযোগগুলি নিয়ে যুক্তি খাড়া করা হয়েছে। ধোনির আইনজীবীদের যুক্তি সমর্থকরা ও সংবাদমাধ্যম বহুদিন ধরেই ধোনিকে এই নামে ডেকে এসেছে। ফলে এই নামটি এক অর্থে ধোনির পরিচিতির অংশ হয়ে গিয়েছে। তাছাড়া ‘ক্যাপ্টেন কুল’ ট্রেডমার্কটি শুধুমাত্র খেলা ও বিনোদনের দুনিয়াতেই ব্যবহার হবে। যেহেতু এই ক্ষেত্রে নামটির স্বত্ব অন্য কোথাও নেই ফলে বিভ্রান্তির প্রশ্নই ওঠে না।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement