স্টাফ রিপোর্টার: গত কয়েক মরশুম ধরেই বাংলার কোচের দায়িত্বে রয়েছেন লক্ষ্মীরতন শুক্লা। তাঁর কোচিংয়ে বাংলা রনজি ফাইনাল খেলেছে। যদিও গত বছরটা খুব একটা ভালো যায়নি বাংলার। তবে সামনের মরশুমেও কোচ লক্ষ্মীর উপরই আস্থা রাখছে সিএবি।
লক্ষ্মীই যে বাংলার কোচ হবেন, সেটা কার্যত ঠিক হয়ে গিয়েছে। বুধবার সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেন, “সিনিয়র টিমে কোনও কোচ বদল হবে না। গতবার যিনি কোচ ছিলেন, এবারও তিনি কোচ থাকছেন।” প্রেসিডেন্টের কথাতে পরিষ্কার, এবছরও বাংলার টিমের কোচের দায়িত্ব দেওয়া হচ্ছে লক্ষ্মীকে। যা শোনা গেল, তাতে ৩১ মে পর্যন্ত সমস্ত কোচেদের সঙ্গে চুক্তি ছিল সিএবির। লক্ষ্মীর সঙ্গে সেই চুক্তি আরও বাড়িয়ে নেওয়া হচ্ছে বলেই সিএবি সূত্রে খবর। এটাও শোনা গেল, আগামী সপ্তাহে সবকিছু চূড়ান্ত হয়ে যেতে পারে।
বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ এই সপ্তাহে শেষ হচ্ছে। শনিবার ফাইনাল। তাই আগামী সপ্তাহের শুরুতে বাংলার কোচ সংক্রান্ত বিষয়টা চূড়ান্ত করে ফেলতে চাইছে সিএবি। কারণ সামনের মরশুমের প্রস্তুতিও শুরু করে দিতে হবে। বোর্ডের তরফে ঘরোয়া মরশুমের সূচি ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে। অক্টোবরের মাঝামাঝি শুরু হয়ে যাচ্ছে রনজি ট্রফি। তার আগে প্রস্তুতির জন্য দুই থেকে তিন মাস প্রয়োজন। অবশ্য এটা লক্ষ্মী যোগাযোগ করার চেষ্টা করা হলেও, তাঁকে পাওয়া যায়নি।
শুধু সিনিয়র নয়, বাংলার বাকি টিমগুলোর কোচিং স্টাফও মোটামুটি একই থাকছে। শুধু বদল আসছে অনূর্ধ্ব-২৩ দলে। অনুর্ধ্ব-২৩ বাংলার টিমের কোচ হিসেবে ঋদ্ধিমান সাহা মোটামুটি নিশ্চিত। সিএবি একপ্রস্থ কথাও বলে ফেলেছে ঋদ্ধির সঙ্গে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.