ছবি এক্স
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৩ জুলাই থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে নামবে টিম ইন্ডিয়া। তার আগে ঋষভ পন্থকে সতর্ক করে দিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন উইকেটকিপার ফারুখ ইঞ্জিনিয়ার। লাল বলের ক্রিকেটেও টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক মাঝেমাঝেই ঝুঁকিপূর্ণ শট খেলতে ভালোবাসেন। সিরিজের তিনটে টেস্টেও এর ব্যতিক্রম হয়নি। ফারুকের মতে, এই ধরনের শট আইপিএলের জন্য তুলে রাখা উচিত। টেস্ট ক্রিকেটে শট নির্বাচনের ক্ষেত্রে পন্থকে আরও সাবধান হওয়া উচিত বলে মনে করেন ইঞ্জিনিয়ার।
এক সংবাদমাধ্যমকে তিনি বলেন, “ওই ধরনের শটগুলো আইপিএলের জন্য তুলে রেখে দাও। টেস্ট ক্রিকেটে তো শৃঙ্খলার প্রয়োজন। তিন বা চার নম্বর ব্যাটারদের থেকে আশা করতেই পারেন, তারা সঠিক ক্রিকেটীয় শট খেলবে, বড় স্কোর করবে, দলের ইনিংসকে এগিয়ে নিয়ে যাবে।”
ইংল্যান্ড সিরিজে ব্যাট হাতে ছন্দে রয়েছেন পন্থ। এই প্রসঙ্গে প্রাক্তন ক্রিকেটার বলেন, “ঋষভ টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছে। যা অসাধারণ। ও যত রান করেছে, তাতে কেবল ব্যাটার হিসেবেই খেলতে পারে। বিশেষ করে ইংল্যান্ডের শক্তিশালী বোলিং লাইনআপের বিরুদ্ধে, যেখানে জোফরা আর্চার এবং অ্যাটকিনসনও রয়েছেন। আসলে পন্থকে কোনও ভবিষ্যদ্বাণী করা যায় না। মাথায় যা আসে তাই করে। ওর শট নির্বাচন নিয়ে একবার ঠাট্টা করেছিলাম। ও হাসতে হাসতেই বলেছিল, ‘মনে যা আসে সেটাই করি’।”
আঙুলের চোট নিয়েও লর্ডস টেস্টে দুরন্ত ব্যাটিং করেছিলেন ঋষভ পন্থ। কিন্তু চতুর্থ জন্য আদৌ তিনি ফিট কি না, সেই নিয়ে প্রশ্ন রয়েছে। এই পরিস্থিতিতে শোনা যাচ্ছে, ম্যাঞ্চেস্টারে কেবল ব্যাটার হিসেবে খেলবেন পন্থ। সেক্ষেত্রে উইকেটকিপিংয়ের দায়িত্ব সামলাবেন কে? দল যদি অপরিবর্তিত থাকে, সেক্ষেত্রে কেএল রাহুলকে কিপিংয়ের দায়িত্ব সামলাতে দেখা যাবে। কিন্তু জল্পনা রয়েছে, পন্থের সঙ্গে ধ্রুব জুরেলকেও দেখা যেতে পারে প্রথম একাদশে। সেক্ষেত্রে তিন টেস্টে সুযোগ পেয়েও সেভাবে মেলে ধরতে না পারা করুণ নায়ার বাদ যেতে পারেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.