সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তীরে এসেও তরী ডুবেছে লর্ডসে। মাত্র ২২ রানে টেস্ট হেরেছে টিম ইন্ডিয়া। একেবারে শেষ পর্যন্ত ক্রিজে ছিলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja), কিন্তু দলকে জেতাতে পারেননি। কিন্তু জাদেজার ইনিংস কি আদৌ কার্যকরী ছিল? টেস্ট শেষ হতেই এই প্রশ্নে দ্বিধাবিভক্ত ক্রিকেটমহল। তবে সুনীল গাভাসকরের মতে, রান তোলার দিকে আরও বেশি মন দেওয়া উচিত ছিল জাড্ডুর।
লর্ডস টেস্ট (Lords Test) শেষ হওয়ার পরে গাভাসকর বলেন, “৬০-৭০ রানের পার্টনারশিপ হলেই ম্যাচটা অন্যরকম হতে পারত। দ্বিতীয় ইনিংসে সেটাই করতে পারেনি ভারত। সেক্ষেত্রে বলা যেতেই পারে, সামান্যতম সুযোগগুলোও জাদেজার নেওয়া উচিত ছিল। জো রুট এবং শোয়েব বশির যখন বল করছিল তখন কেবল বড় শট না খেলে রান তোলা উচিত ছিল।” তবে জাদেজার ব্যাটিংকে খাটো করছেন না গাভাসকর। অন্যদিকে অনিল কুম্বলেও মনে করেন, আরেকটু ঝুঁকি নেওয়া উচিত ছিল জাদেজার।
অন্যদিকে ম্যাচ হারলেও জাদেজার পাশে দাঁড়িয়েছেন অধিনায়ক। সাংবাদিক সম্মেলনে এসে শুভমান গিল বলেন, “টেলএন্ডারদের সঙ্গে দুর্দান্ত ব্যাটিং করেছে জাদেজা। আমরা চেয়েছিলাম ও যতক্ষণ পারে ব্যাট করে যাক। কারণ একটা করে রান হলেও ইংল্যান্ডের উপর চাপ বাড়ছিল। আমরা অপেক্ষা করছিলাম যদি নতুন বল আসা পর্যন্ত অপেক্ষা করা যায়। কয়েকটা বাউন্ডারি এলেই ম্যাচটা অন্যরকম হতে পারত।” শেষ পর্যন্ত ৬১ রান করে নট আউট থাকেন জাদেজা। কিন্তু দলকে জেতাতে পারেননি।
ম্যাচ হারলেও জাদেজার লড়াই দেখে মুগ্ধ ক্রিকেটপ্রেমীরা। নেটিজেনদের মতে, উঠে দাঁড়িয়ে স্যালুট জানানো উচিত জাদেজাকে। ক্রিকেটের ইতিহাস তাঁর এই লড়াই মনে রাখবে। ম্যাচের ফলাফল যাই হোক না কেন, লর্ডসের ইনিংসের পর জাদেজার প্রতি সম্মান আরও বাড়বে বলেই মত নেটিজেনদের।
Irrespective of today’s result, Sir Ravindra Jadeja will always have my respect.
— ` (@WorshipDhoni)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.