Advertisement
Advertisement
Mahanaryaman Scindia

দেশের ক্রিকেট প্রশাসনেও ‘পরিবারতন্ত্র’, শাহ-জেটলির পর বোর্ডের বড় পদে কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে

কে এই ২৯ বছর বয়সি মহানার্যমান?

Mahanaryaman Scindia becomes youngest president of MP Cricket Association
Published by: Arpan Das
  • Posted:September 1, 2025 6:02 pm
  • Updated:September 1, 2025 6:10 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জয় শাহ, রোহন জেটলির পর এবার মহানার্যমান সিন্ধিয়া। ক্রিকেট প্রশাসনে আরও এক রাজনীতিবিদের সন্তান। মধ্যপ্রদেশের বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার ২৯ বছর বয়সি পুত্র মহানার্যমান সেই রাজ্যের ক্রিকেট সংস্থার সভাপতি হয়েছেন। তিনি এমপিসিএ-র সর্বকনিষ্ঠ সভাপতি।

Advertisement

সিন্ধিয়া পরিবার দীর্ঘদিন ধরেই মধ্যপ্রদেশের ক্রিকেট সংস্থার সঙ্গে যুক্ত। মহানার্যমানের দাদু অর্থাৎ মাধবরাও সিন্ধিয়াও এমপিসিএ-র সভাপতি ছিলেন। একই পদে ছিলেন জ্যোতিরাদিত্যও। এবার রাজপরিবারের নতুন প্রজন্মের কাঁধে সেই দায়িত্ব এসে পড়েছে। শনিবার ছিল মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি পদে নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। যদিও সেই পদের জন্য মহানার্যমান ছাড়া আর কোনও প্রার্থী মনোনয়ন জমা দেননি। ফলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপিসিএ-র সভাপতি হতে চলেছেন। যদিও ক্রিকেট মহলের একাংশ একে ‘পরিবারতন্ত্র’ বলে খোঁচা দিতে ছাড়ছে না।

আগামী ২ সেপ্টেম্বর নির্বাচন। তবে তার আগেই নিশ্চিত হয়ে গেল মধ্যপ্রদেশ ক্রিকেট সংস্থার সর্বকনিষ্ঠ সভাপতি হতে চলেছেন মহানার্যমান। মঙ্গলবারই নতুন কার্যকরী সমিতি গঠন করা হবে। লন্ডনের স্কুল অফ ইকোনমিকস থেকে স্নাতক স্তরের পড়াশোনা করেছেন তিনি। ২০২২-এ গোয়ালিওয়ারের ক্রিকেট সংস্থার সহ-সভাপতি হয়েছিলেন। এছাড়া মধ্যপ্রদেশ ক্রিকেট লিগেরও প্রধান তিনি। অনেকের মতে, ক্রিকেট প্রশাসনের পদ দিয়েই রাজনীতি জীবনের সূচনা হতে চলেছে কেন্দ্রের যোগাযোগ মন্ত্রীর পুত্রের।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে অনেক রাজনীতিবিদের পুত্রকেই ক্রিকেট প্রশাসনের বড় পদে আসতে দেখা গিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে জয় শাহ ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব ছিলেন। তিনি বর্তমানে আইসিসি’র চেয়ারম্যান। অন্যদিকে প্রাক্তন অর্থমন্ত্রী প্রয়াত অরুণ জেটলির ছেলে রোহন জেটলি বর্তমানে দিল্লি ক্রিকেট বোর্ডের সভাপতি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ