Advertisement
Advertisement
RCB ownership

EXCLUSIVE: বিরাটদের আরসিবি কিনতে চায় ইউনাইটেড খ্যাত গ্লেজার পরিবার

নতুন মরশুমের আগে একাধিক দলের মালিকানা বদলের সম্ভাবনা।

Manchester United's Glazer family may buy RCB ownership
Published by: Subhajit Mandal
  • Posted:June 21, 2025 11:27 am
  • Updated:June 21, 2025 12:26 pm  

অরিঞ্জয় বোস: লিডসে ভারত বনাম ইংল‌্যান্ড টেস্ট সিরিজের উষালগ্নে যে আইপিএল পৃথিবীতে আকস্মিক শোরগোল উঠে যাবে, কে জানত? কে জানত, বিবিধ ফ্র্যাঞ্চাইজির মালিকানাকে কেন্দ্র করে এমন আচম্বিতে পরিবর্তনের হাওয়া বইতে শুরু করবে?

মালিকানা বদলের প্রেক্ষাপটে সবচেয়ে আলোচিত এবং আলোড়ন সৃষ্টিকারী দলটার নাম আরসিবি! রয়‌্যাল চ‌্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আঠারো বছরের দীর্ঘ অপেক্ষার পর প্রথম আইপিএল ট্রফির অমৃতস্বাদ এবারই পেয়েছে যারা! অদ্ভুত সমাপতন মনে হতে পারে। কিন্তু যে বার আরসিবি আইপিএল চ‌্যাম্পিয়ন হল, সে বছরই কি না ফ্র্যাঞ্চাইজির বিক্রিবাট্টা নিয়ে কথাবার্তা শুরু হয়ে গেল! আর সেটাও কাদের সঙ্গে? না, গোটা দুনিয়া যাদের চেনে। জানে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ‌্যাত গ্লেজার পরিবার! যাদের মালিকানায় থাকা সবচেয়ে প্রখ‌্যাত ক্লাবের নাম ম‌্যাঞ্চেস্টার ইউনাইটেড!

বর্তমানে আরসিবি চালায় যারা, সেই ইউনাইটেড স্পিরিটস কর্তৃপক্ষের কাছে ইতিমধ‌্যেই গ্লেজার পরিবারের তরফে প্রস্তাব গিয়েছে। ইউনাইটেড স্পিরিটস কর্তৃপক্ষও গররাজি, এমন নয়। তবে আরসিবি কিনতে গেলে বড় অঙ্ক খরচ করতে হবে গ্লেজারদের। যা শোনা যাচ্ছে, বিক্রির জন‌্য ২০০ মিলিয়ন মার্কিন ডলার দাম রাখা হয়েছে আরসিবির। ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায়, ১৭ হাজার কোটি টাকা! অবশ‌্য দেখতে গেলে, ঠিকই আছে একদিক থেকে। আইপিএলের যে ক’টা দল ব্র্যান্ড ভ‌্যালুতে প্রথম দুই-তিনে রয়েছে, তার মধ‌্যে একটা আরসিবি। তা সে তারা যতই আঠারো বছর পর প্রথম আইপিএল ট্রফি পাক।

গ্লেজার পরিবার ছাড়াও দু’একটা নাম আরও শোনা যাচ্ছে, যারা আরসিবি কিনতে আগ্রহী। যেমন মাহিন্দ্রা গ্রুপ। যেমন কোটাক গ্রুপ। কেপ্রি গ্লোবাল নামের এক প্রাইভেট ইকুইটি ফার্মও রয়েছে দৌড়ে। কিন্তু এখনও পর্যন্ত সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি হয়েছে গ্লেজার পরিবারের আগ্রহ নিয়ে। স্বয়ং আব্রাম গ্লেজার নিজে ইচ্ছুক। ম‌্যাঞ্চেস্টার ইউনাইটেডের সিংহভাগ মালিকানা এখনও যাঁদের দখলে। ক্রিকেট ভক্তরা মনে করছেন, যদি গ্লেজাররা শেষ পর্যন্ত আরসিবি কিনে নেন, তাতে বিশ্বপর্যায়ে আরসিবির নাম-যশ-খ‌্যাতি সবই আকাশচুম্বী হয়ে যাবে।

তবে শুধু আরসিবিই নয়। আরও দু’একটা দল রয়েছে, যাদের মালিকানা বদলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। শোনা যাচ্ছে, রাজস্থান রয়‌্যালস কর্তৃপক্ষও মালিকানা ছেড়ে দিতে চাইছে। ও দিকে, দিল্লি ক‌্যাপিটালসেও পালাবদলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দিল্লি ক‌্যাপিটালস যৌথ মালিকানায় চলে। জিএমআর এবং জেএসডব্লিউয়ের যৌথ মালিকানায়। ওয়াকিবহাল মহলের কাছে খবর, জিএমআর নাকি ফ্র্যাঞ্চাইজিতে জেএসডব্লিউয়ের অংশ কিনে নিতে চাইছে। দিল্লি ক‌্যাপিটালসে যদি সত‌্যিই মালিকানা ছেড়ে দেয় জেএসডব্লিউ, তা হলে তারা আগ্রহী হতে পারে রাজস্থান রয়‌্যালস নিয়ে। দেখতে গেলে, আরসিবি নিতে পারলে, জেএসডব্লিউয়েরই লাভ ছিল। কারণ, বেঙ্গালুরুর এফসির মালিকও তারা। বেঙ্গালুরুর ক্রিকেট এবং ফুটবল টিম, দু’টোই তাদের হাতে থাকত। কিন্তু মুশকিল হল, আরসিবি-র দর অনেকটাই বেশি।

অতঃকিম?
উনবিংশ আইপিএল এখনও অনেক দূরে। এক বছরের কাছাকাছি বাকি। কিন্তু তার আগে বিভিন্ন টিমের মালিকানা বদল নিয়ে মধ‌্যবর্তী যে উৎসাহ সঞ্চার হয়েছে, তা মনে হয় না আইপিএলের কোনও লাস্ট বল ফিনিশের চেয়ে কম বলে!

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement