Advertisement
Advertisement
Rohit Sharma

রোহিতকে বাদ দেওয়ার ষড়যন্ত্র! গম্ভীর জমানার নয়া ফিটনেস টেস্ট নিয়েও প্রশ্ন প্রাক্তন তারকার

গৌতম গম্ভীরের জমানায় নতুন ফিটনেস ট্রেনিং চালু হয়েছে ভারতীয় ক্রিকেট দলে।

Manoj Tiwary doubts Rohit Sharma will pass the Bronco Test for the 2027 World Cup

ফাইল ছবি

Published by: Subhajit Mandal
  • Posted:August 26, 2025 6:48 pm
  • Updated:August 26, 2025 6:48 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাঁকে পছন্দ নয় তাঁকে ছুঁড়ে ফেলে দেন গৌতম গম্ভীর। দিন কয়েক আগে দাবি করেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক মনোজ তিওয়ারি। এবার মনোজ ঘুরিয়ে দাবি করলেন, গম্ভীরের সেই অপছন্দের তালিকায় রয়েছেন ভারতের ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মাও। জাতীয় দলের প্রাক্তন তারকার দাবি, রোহিতের মতো ক্রিকেটারদের বাদ দিতেই এত কঠিন ফিটনেস পরীক্ষা চালু হয়েছে ভারতীয় ক্রিকেটে।

Advertisement

ইয়ো ইয়ো টেস্টের বদলে ব্রঙ্কো টেস্ট। কোচ গৌতম গম্ভীরের জমানায় নতুন ফিটনেস ট্রেনিং চালু হয়েছে ভারতীয় ক্রিকেট দলে। যা নিয়ে একগুচ্ছ প্রশ্ন তুলে দিচ্ছেন মনোজ। তাঁর প্রশ্ন, “ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম কঠিন ফিটনেস টেস্ট চালু হচ্ছে। কিন্তু প্রশ্ন হল, এখন কেন? নতুন কোচ যখন দায়িত্ব নিলেন তখন থেকেই কেন নয়? এটা কার আইডিয়া? এই টেস্ট কে চালু করল? এমন বহু প্রশ্নের উত্তর নেই।” মনোজ এরপরই সাফ বলে দিচ্ছেন, “আমার পর্যবেক্ষণ বলছে, এই পরীক্ষা রোহিত শর্মার মতো ক্রিকেটারদের জন্য খুবই কঠিন হতে চলেছে।”

মনোজের সাফ কথা, রোহিত শর্মাকে ২০২৭ বিশ্বকাপের দলে দেখতে চাইছে না ম্যানেজমেন্ট। তিনি বলছেন, “আমার মনে হয় বিরাট কোহলিকে ২০২৭ বিশ্বকাপের দল থেকে বাদ দেওয়াটা বেশ কঠিন। কিন্তু রোহিতের কথা ওরা ভাবছে না। ওরা চায় না ভবিষ্যতে রোহিত ভারতীয় দলের সঙ্গে যুক্ত থাক। তাই এই নয়া ফিটনেসের নিয়ম।” মনোজের মনে হচ্ছে, “রোহিত যদি বড্ড বেশি পরিশ্রম না করে, তাহলে ওর পক্ষে পাশ করা কঠিন।”

ভারতীয় ক্রিকেটারদের ফিটনেসে কার্যত বিপ্লব এনেছিল ইয়ো ইয়ো টেস্ট। বিরাট কোহলির আমলে শুরু হওয়া এই পরীক্ষায় পাশ করতে না পেরে জাতীয় দলের দরজা চিরতরে বন্ধ হয়ে গিয়েছে একাধিক ক্রিকেটারের জন্য। এবার সেটার চেয়েও বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে ব্রঙ্কো টেস্টে। ভারতীয় দলের নতুন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ আদ্রিয়ান লে রো’র সুপারিশেই শুরু হচ্ছে এই নতুন টেস্ট। মূলত রাগবি খেলায় এই টেস্ট বেশ জনপ্রিয়। খেলোয়াড়দের অ্যারোবিক ক্ষমতা পরীক্ষা করা এবং কার্ডিওভ্যাসকুলার প্রক্রিয়া বাড়াতে খুবই উপযোগী এই ব্রঙ্কো টেস্ট। একটানা ১২০০ মিটার দৌড়তে হবে এই টেস্টে মাত্র ৬ মিনিটের মধ্যে এই পুরো দৌড় সম্পন্ন করে ফেলতে হবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ