Advertisement
Advertisement
India Cricket Team

‘সরাসরি সম্প্রচার করা হোক’, দল নির্বাচনের ‘স্বচ্ছতায়’ প্রশ্ন তুলে আগরকর-গম্ভীরকে তোপ মনোজের

যশস্বী-শ্রেয়সকে বাদ দেওয়ায় অসন্তুষ্ট মনোজ।

Manoj Tiwary said Live telecast India Cricket Team selection meetings so fans know why players are dropped
Published by: Arpan Das
  • Posted:August 22, 2025 7:03 pm
  • Updated:August 22, 2025 7:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপের দল নির্বাচন নিয়ে বিতর্ক তুঙ্গে। শ্রেয়স আইয়ারের বা যশস্বী জয়সওয়ালের বাদ পড়া থেকে শুভমান গিলকে সহ-অধিনায়ক করা, একাধিক সিদ্ধান্তে ক্ষুব্ধ অনেকে। কোন যুক্তিতে এই সিদ্ধান্তগুলো নেওয়া হল? সাধারণ সমর্থকদের তা জানার কথা নয়। কিন্তু মনোজ তিওয়ারি চান, স্বচ্ছতা বজায় রাখার জন্য গোটা নির্বাচন প্রক্রিয়াটা যেন সরাসরি সম্প্রচার করা হয়।

Advertisement

বাংলার ক্রিকেটার বলছেন, “অনেক প্লেয়ার যোগ্য, কিন্তু দলে সুযোগ পায় না। সেই জন্যই আমি বহুদিন ধরেই বলছি, এই নির্বাচনী মিটিংগুলো যেন সরাসরি সম্প্রচার করা হয়। তাতে ক্রীড়া অনুরাগীরা বুঝতে পারবে, কেন একজন প্লেয়ারকে বেছে নেওয়া হল, আর একজনকে কেন বাদ দেওয়া হল। সাংবাদিক সম্মেলনে এসে দু-চারটে কথা বলা আর কাজের সময় অন্য কিছু করা, একেবারেই ঠিক নয়।”

মনোজের মন্তব্য, “দুজন যোগ্য ক্রিকেটার, শ্রেয়স আইয়ার ও যশস্বী জয়সওয়াল বাদ পড়েছে। যদি কেউ গৌতম গম্ভীরের পুরনো সাক্ষাৎকার দেখেন, সেখানে উনি বলেছেন, জয়সওয়ালকে টি-টোয়েন্টি থেকে দেওয়ার কোনও মানেই হয় না। আর এখন নিজে কোচ হতেই যশস্বীর কোনও জায়গা হচ্ছে না। তাছাড়া সাম্প্রতিক সময়ে আইপিএল বা ঘরোয়া ক্রিকেটে শ্রেয়সের পারফরম্যান্স দেখলে অবাক হতে হয়, কেন ওকে বাদ দেওয়া হল। যেভাবে আইপিএলে ও দলকে নেতৃত্ব দিয়েছে, তাতে ও বাদ পড়ায় সবাই অবাক হয়েছে।”

উল্লেখ্য, যশস্বী বা শ্রেয়স আইয়ারকে বাদ দেওয়া নিয়ে নির্বাচক প্রধান অজিত আগরকর বলেছিলেন, “যশস্বীর বিষয়টা দুর্ভাগ্যজনক। কিন্তু আমরা দেখেছি অভিষেক শর্মা কীরকম খেলেছে। তাছাড়া ও বল করতে পারে। যেটা অধিনায়ককে অনেক সাহায্য করে। শ্রেয়সের ক্ষেত্রেও বলতে পারি, এই বাদ পড়ায় ওর কোনও দোষ নেই। কিন্তু আমরা মাত্র ১৫ জনকেই খেলাতে পারব।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement