সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়া সিরিজের আগে রোহিতকে সরিয়ে শুভমান গিলকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে। অজি সফরের পর বিরাট-রোহিতের অবসর নিয়ে জল্পনাও রয়েছে। দুই তারকা টেস্ট ও টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নিয়েছেন। ওয়ানডে থেকে বিদায় নিলে ভারতীয় ক্রিকেটের একটি যুগের অবসান হবে। এর আগে অবসর নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। কয়েকমাসের মধ্যে তিন তারকাকে নিয়ে যে কর্মকাণ্ড চলছে, তাতে রীতিমতো অসন্তুষ্ট মনোজ তিওয়ারি। তাঁর সাফ বক্তব্য, এর নেপথ্যে গৌতম গম্ভীর আছেন।
বঙ্গ ক্রিকেটার বলছেন, “যদি অশ্বিন, বিরাট, রোহিতের মতো সিনিয়র প্লেয়াররা হেড কোচ বা অন্য কোচের থেকে অনেক বেশি প্রতিষ্ঠিত। কোনও সিদ্ধান্তে সহমত না হলে তারা প্রশ্ন তুলত। তাই এটা নিশ্চিত করা হল, যেন ওরা দলে না থাকে। গম্ভীর কোচ হওয়ার পর থেকেই এটা লক্ষ্য করছি। এমন অনেক কিছু ঘটেছে, যা হওয়া উচিত ছিল না। অশ্বিন অবসর নিয়েছে। রোহিত-বিরাটরাও সেই পথে হাঁটছে। আবার অনেকে হঠাৎ দলে ঢুকে পড়ছে।”
তিনি আরও বলেন, “আমার মনে হয়, এমন পরিবেশ তৈরি করা হচ্ছে, যেখানে এই প্লেয়ারদের উপর চাপ তৈরি করা হচ্ছে। রোহিত-বিরাটরা দেশের ক্রিকেটের সেবক। ভারতীয় ক্রিকেটকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল। কিন্তু যদি ড্রেসিং রুমে নিজেদের ওরা ব্রাত্য বলে মনে করে, তাহলে অবসর নিয়ে নেবে। আমার মনে হয়, গম্ভীর এত বড় সিদ্ধান্ত নিতে পারবে। কারণ কেউ অস্বীকার করবে না, সাদা বলের ক্রিকেটে দুজনেই অসাধারণ। যদি গম্ভীর ওদের বিশ্বকাপের দলে না নেয়, তাহলে অত্যন্ত খারাপ সিদ্ধান্ত হবে।”
উল্লেখ্য, গম্ভীরের সিদ্ধান্ত নিয়ে এর আগেও প্রশ্ন তুলেছেন মনোজ। এশিয়া কাপের সময়ও দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন। এমনকী নির্বাচনী মিটিংগুলো যেন সরাসরি সম্প্রচার করার প্রস্তাবও দিয়েছিলেন তিনি। রোহিত-বিরাটের টেস্ট অবসর নিয়েও প্রশ্ন তুলেছিলেন, সেটাতে বাধ্য করা হয়েছে কি না?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.