সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রিকেটে ফের ম্যাচ গড়াপেটার ছায়া। এমনকী গড়াপেটার জন্য নাকি এক কোটি টাকার প্রস্তাব করা হয়েছিল। উত্তরপ্রদেশ টি-টোয়েন্টি লিগের কাশী রুদ্রাস দলের ম্যানেজারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে এফআইআর দায়ের করা হয়েছে। এই লিগে রিঙ্কু সিংয়ের মতো তারকা খেলেন। আর কাশী রুদ্রাসে খেলেন তারকা পেসার শিবম মাভি।
এই দলের ম্যানেজার অরুণ চৌহান সম্প্রতি বিস্ফোরক অভিযোগ এনেছেন। তাঁর দাবি, লখনউয়ের এক ব্যক্তি ইনস্টাগ্রামে ম্যাচ গড়াপেটা করার জন্য এক কোটি টাকা প্রস্তাব দেন। যাতে তিনি একজন প্লেয়ারকে ওই ‘বুকি’র কথামতো পারফর্ম করতে বলেন। সেই অনুযায়ী, ওই সন্দেহভাজন ব্যক্তি ম্যাচের রাশ নিয়ন্ত্রণ করতে চান। তার জন্য মার্কিন ডলারে অনলাইনে অর্থ পাঠানোর কথাও জানানো হয়।
জানা যাচ্ছে, যার থেকে ওই ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করা হয়, তার ইনস্টাগ্রাম আইডি ভিপস নাকরানি। তিনি নিজেকে বেশ বড় ‘বুকি’ বলে দাবি করেন। ম্যাচ গড়াপেটা করিয়ে দিতে পারলে অরুণের জন্য লোভনীয় ৫০ লক্ষ টাকার প্রস্তাবও ছিল তাঁর কাছে। অরুণ দ্রুত বিষয়টি লিগ কর্তৃপক্ষ ও বিসিসিআইয়ের দুর্নীতিদমন বিভাগকে জানান। তাঁর বক্তব্য, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ কল বা মেসেজের মাধ্যমে যোগাযোগ রাখার কথা বলেছিল ওই বুকি। ইতিমধ্যে সুশান্ত গলফ সিটি পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করা হয়েছে।
গোটা ঘটনায় নড়েচড়ে বসেছে পুলিশও। দুর্নীতিবিরোধী শাখা তদন্ত শুরু করেছে। ভারতীয় ন্যায়সংহিতার জুয়া বিরোধী আইনের ৩ নম্বর বিভাগের বিভিন্ন ধারায় এফআইআর করা হয়েছে। ওই ব্যক্তির খোঁজে সাইবার বিভাগের সঙ্গেও যোগাযোগ রাখছে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.