ফাইল চিত্র।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলে (IPL) প্রথম দুটো ম্যাচে আগুন জ্বালিয়েছেন ময়ঙ্ক যাদব (Mayank Yadav)। দুটো ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য অনেকেই বলতে শুরু করেছেন, টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে থাকতে পারেন লখনউ সুপার জায়ান্টসের পেসার ময়ঙ্ক।
এক পাক সাংবাদিকও সেরমকটাই ইঙ্গিত দিয়েছেন। এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ময়ঙ্ক বলেছেন, ”বিশ্বকাপ দলে আমি থাকব কিনা, এবিষয়ে আমার কোনও ধারণা নেই। এই বিষয় নিয়ে আমি কিছু বলতেও চাই না। তবে নিজের পারফরম্যান্স নিয়ে আমি সন্তুষ্ট। এবারের আইপিএল নিয়েই আমি ভাবতে চাই।”
২১ বছরের দিল্লির তরুণ আইপিএল ইতিহাসের প্রথম বোলার হিসেবে কেরিয়ারের প্রথম দুটো ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। পাঞ্জাবের বিরুদ্ধে ঘণ্টায় ১৫৫.৮ কিমি বেগে বল করে তাক লাগিয়ে দিয়েছেন। প্রথম ম্যাচেই তিনটি উইকেট নেন ময়ঙ্ক। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ১৫৬.৭ কিমি বেগে বল করেন লখনউয়ের বোলার। বিরাট কোহলিদের বিরুদ্ধেও তিনটি উইকেট় নেন ময়ঙ্ক। সেই ময়ঙ্ক বলছেন, ”বাড়তি অ্যাড্রিনালিন আমি ঝরাই না। খুব জোরে বল করার কথা আমি ভাবছি না। স্পিডোমিটারেও বলের গতি দেখি না। সঠিক লাইন ও লেন্থে বল করে ব্যাটারদের কাজটা কঠিন করতে চাই।”
ছোটবেলা থেকেই জোরে বল করেন ময়ঙ্ক। এটাই তাঁর সহজাত গুণ। সেই ময়ঙ্ক জানাচ্ছেন, তাঁর চারপাশে ছড়িয়ে থাকা ভালো মানুষদের কাছ থেকে পরামর্শ নিয়েছেন। সেগুলো কাজে লাগানোর চেষ্টা করেছেন। এই আইপিএলে দেখা যাচ্ছে অন্য এক ময়ঙ্ককে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.