Advertisement
Advertisement
Mayank Yadav

‘ব্যাটারদের কাজ আরও কঠিন করতে চাই’, বিপক্ষকে সতর্কবার্তা ময়ঙ্কের

আইপিএলে আগুন জ্বালাচ্ছেন ময়ঙ্ক। টি টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে কি থাকবেন এই তরুণ পেসার?

Mayank Yadav played down talks about his potential selection for the T20 World Cup

ফাইল চিত্র।

Published by: Krishanu Mazumder
  • Posted:April 5, 2024 6:12 pm
  • Updated:April 5, 2024 6:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলে (IPL) প্রথম দুটো ম্যাচে আগুন জ্বালিয়েছেন ময়ঙ্ক যাদব (Mayank Yadav)। দুটো ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য অনেকেই বলতে শুরু করেছেন, টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে থাকতে পারেন লখনউ সুপার জায়ান্টসের পেসার ময়ঙ্ক।

Advertisement

এক পাক সাংবাদিকও সেরমকটাই ইঙ্গিত দিয়েছেন। এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ময়ঙ্ক বলেছেন, ”বিশ্বকাপ দলে আমি থাকব কিনা, এবিষয়ে আমার কোনও ধারণা নেই। এই বিষয় নিয়ে আমি কিছু বলতেও চাই না। তবে নিজের পারফরম্যান্স নিয়ে আমি সন্তুষ্ট। এবারের আইপিএল নিয়েই আমি ভাবতে চাই।”

[আরও পড়ুন: অনুশীলনে অনুপস্থিত হাবাস, পাঞ্জাব ম্যাচে কি ফিরবেন স্প্যানিশ কোচ?]

২১ বছরের দিল্লির তরুণ আইপিএল ইতিহাসের প্রথম বোলার হিসেবে কেরিয়ারের প্রথম দুটো ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। পাঞ্জাবের বিরুদ্ধে ঘণ্টায় ১৫৫.৮ কিমি বেগে বল করে তাক লাগিয়ে দিয়েছেন। প্রথম ম্যাচেই তিনটি উইকেট নেন ময়ঙ্ক। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ১৫৬.৭ কিমি বেগে বল করেন লখনউয়ের বোলার। বিরাট কোহলিদের বিরুদ্ধেও তিনটি উইকেট় নেন ময়ঙ্ক। সেই ময়ঙ্ক বলছেন, ”বাড়তি অ্যাড্রিনালিন আমি ঝরাই না। খুব জোরে বল করার কথা আমি ভাবছি না। স্পিডোমিটারেও বলের গতি দেখি না। সঠিক লাইন ও লেন্থে বল করে ব্যাটারদের কাজটা কঠিন করতে চাই।”

ছোটবেলা থেকেই জোরে বল করেন ময়ঙ্ক। এটাই তাঁর সহজাত গুণ। সেই ময়ঙ্ক জানাচ্ছেন, তাঁর চারপাশে ছড়িয়ে থাকা ভালো মানুষদের কাছ থেকে পরামর্শ নিয়েছেন। সেগুলো কাজে লাগানোর চেষ্টা করেছেন। এই আইপিএলে দেখা যাচ্ছে অন্য এক ময়ঙ্ককে।

[আরও পড়ুন: ক্রিকেট-প্রচারক কোহলি, আইকন বিরাটে মজেছেন দ্বীপরাষ্ট্রের খুদেরা]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement