ছবি দেবাশিস সেন
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ডকে রেকর্ড ৩৩৬ রানে উড়িয়ে দিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে টিম ইন্ডিয়া। দ্বিতীয় ইনিংসে আকাশ দীপ (Akash Deep) একাই তুলে নিয়েছেন ৬ উইকেট। দুই ইনিংস মিলিয়ে তাঁর উইকেট সংখ্যা ১০। দেশের ক্রিকেটপ্রেমীরা তাঁর প্রশংসায় পঞ্চমুখ। তার মধ্যেই বিতর্ক বেঁধেছে দ্বিতীয় ইনিংসে জো রুটকে আউট করার বলটা নিয়ে। অনেকে বলছেন, ওটা নো বল ছিল। সত্যিই কি তাই? এই নিয়ে মুখ খুলল ক্রিকেটের নিয়ম তৈরি করা সংস্থা এমসিসি।
তাদের মুখপাত্র বলছেন, “চতুর্থ দিনে আকাশ দীপের বলে জো রুটের আউট নিয়ে অনেক প্রশ্নচিহ্ন উঠেছে। অনেক দর্শক ও ধারাভাষ্যকারদের মতে ওটা নো বল ছিল। দীপের পা ক্রিজের বাইরের দিকে একটু অন্যভাবে পড়েছে এবং তাঁর পিছনের পা দেখে মনে হচ্ছে রির্টার্ন ক্রিজের বাইরে পড়েছে। তৃতীয় আম্পায়ার তাতে নো বল দেননি। এই সিদ্ধান্ত সঠিক। তাতে এমসিসি খুশি।”
এমসিসির নিয়মের ২১.৫.১ ধারা তুলে ধরে তিনি বলছেন, “যখন বোলারের পিছনের পা প্রথমবার মাটিতে পড়ে, নিয়ম অনুযায়ী সেই সময়টাকে ধরা হয়। পরিষ্কার দেখা যাচ্ছে, দীপের পা যখন মাটিতে পড়েছে, তখন তা রিটার্ন ক্রিজের মধ্যেই ছিল। পরে হয়তো ওর পায়ের কিছুটা ক্রিজের বাইরে গিয়েছে। কিন্তু সেটা নিয়মের মধ্যে পড়ে না। যেহেতু প্রথমে ওর পা ক্রিজের মধ্যে পড়েছে, তাই এটা ন্যায্য ডেলিভারি।”
কিন্তু ঠিক কী হয়েছিল আকাশ দীপের বলে? দ্বিতীয় ইনিংসে তাঁর অনবদ্য এক ইনসুইংয়ে ছিটকে যায় রুটের উইকেট। তাতে প্রাক্তন ইংরেজ ক্রিকেটার অ্যালিসন মিচেলের বক্তব্য ছিল, “ক্রিজের অনেক বাইরে থেকে বল করেছে আকাশ। ওর পিছনের পা প্রায় ২ ইঞ্চির মতো ক্রিজের বাইরে ছিল। তাই আইন অনুযায়ী বলটি নো বল হওয়া উচিত ছিল। যদিও সেটা ধরা পড়েনি।” অর্থাৎ আকাশের সামনের পা পপিং ক্রিজের ভিতর থাকলেও তাঁর বিরুদ্ধে অভিযোগ হল, পিছনের পা রিটার্ন ক্রিজ স্পর্শ করেছে। যদিও ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী মনে করছেন এহেন বিতর্ক নিরর্থক। তিনি বলেন, “আকাশের পিছনের পা তো রিটার্ন ক্রিজের মধ্যেই ছিল। এ নিয়ে কোনও বিতর্ক নেই। তাই রুটকে ও যে বলে বোল্ড করেছে, তা সম্পূর্ণ বৈধ।” আর সেটাই সঠিক প্রমাণ হল। উল্লেখ্য, আকাশ দীপের ওই বলটাকে শচীন তেণ্ডুলকর সিরিজের সেরা বল বলেছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.