Advertisement
Advertisement

Breaking News

Nasser Hussain

বাজবল ব্যর্থ হলে ছুটির ঘণ্টা বাজবে ম্যাকালামের, ভবিষ্যদ্বাণী নাসের হুসেনের

ঠিক কী কারণে এমন কথা বলেছেন নাসের হুসেন?

McCullum's holiday bell will ring if Buzzball fails, predicts Nasser Hussain
Published by: Prasenjit Dutta
  • Posted:June 20, 2025 2:46 pm
  • Updated:June 20, 2025 2:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। ইংল্যান্ডের অনেক ওঠাপড়ার সাক্ষী তিনি। সেই নাসের হুসেন এবার ভবিষ্যদ্বাণী করলেন ইংল্যান্ডের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাকালামকে নিয়ে। তাঁর মতে, ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ম্যাকালামের কাছে। একটু এদিক-ওদিক হয়ে গেলেই পিছলে পড়তে হবে তাঁকে।

ঠিক কী কারণে এমন কথা বলেছেন নাসের হুসেন? ডেলি মেলের এক কলামে তিনি লিখেছেন, ‘ইংল্যান্ড যে ধরনের ক্রিকেট আয়ত্ত করেছেন, তা খুবই ভালো। ম্যাকালামের আমলে টেস্টে রান তোলার গতি বাড়িয়েছে দল। এই মানসিকতা নতুন ধরনের। টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে এটা একটা বিপ্লবও।’

এরপরেই তাঁর সংযোজন, ‘ইংল্যান্ড যদি হেডিংলিতে শুরু হতে যাওয়া ভারতের বিরুদ্ধে এই সিরিজ না জিততে পারে এবং অ্যাশেজেও হেরে বসে, তাহলে কিন্তু সমালোচকরা বলবেন, শক্তিশালী দলের বিরুদ্ধে বাজবল কাজ করে না। সেই কারণে কিছু লোক তাদের ব্যর্থতার জন্য প্রহর গুনছে।’

নাসির হুসেনের কথায়, ‘আমার মনে হয় ম্যাকালামের কোচিং কেরিয়ারে আগামী ছ’টা মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিরিজের ফলাফল যাই হোক না কেন, অধিনায়ক স্টোকস কিন্তু অসাধারণ। তাই আগামী ছ’মাস ওর জন্য অতটা গুরুত্বপূর্ণ না হলেও ম্যাকালামের কাজের মূল্যায়ন কিন্তু প্রত্যেক মুহূর্তে হবে বলেই ধারণা।” উল্লেখ্য, শুক্রবার ২০ জুন থেকে শুরু হবে ভারতের পাঁচ টেস্টের ইংল্যান্ড সিরিজ। প্রথম টেস্ট লিডসে। ২ জুলাই থেকে এজবাস্টনে দ্বিতীয় টেস্ট। লর্ডসে তৃতীয় টেস্ট হবে ১০ জুলাই থেকে। ২৩ জুলাই থেকে চতুর্থ টেস্ট ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে। শেষ টেস্ট ৩১ জুলাই থেকে, ওভালে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement