সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁকে নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে জোর চর্চা। কারণ কয়েকদিন পরেই নাইট তারকা রিঙ্কু সিংয়ের সঙ্গে বাগদান সারবেন তিনি। তারপর থেকেই ক্রিকেটপ্রেমীদের মনে প্রশ্ন, কে এই প্রিয়া সরোজ? কীভাবে রিঙ্কুর সঙ্গে তাঁর দেখা? তাঁদের সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়াল কীভাবে?
জানা গিয়েছে, নতুন ইনিংস শুরু করতে চলেছেন রিঙ্কু সিং। নাইটদের আইপিএল অভিযান শেষ। এবার বিয়ের পিঁড়িতে বসার প্রস্তুতিতে রিঙ্কু। শোনা যাচ্ছে, আগামী ৮ জুন উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে বাগদান পর্ব সম্পন্ন হবে কেকেআরের ক্রিকেটারের। কবে সাতপাকে বাঁধা পড়বেন রিঙ্কু-প্রিয়া, তা অবশ্য এখনও জানা যায়নি। আপাতত লখনউয়ের বিলাসবহুল হোটেলে বাগদান পর্ব সম্পন্ন হবে দুই পরিবারের উপস্থিতিতে। চলতি বছরের শেষদিকে হয়তো বিয়ে সারতে পারেন রিঙ্কু।
২৬ বছর বয়সি প্রিয়ার জন্ম বারাণসীতে। তাঁর বাবা তুফানি সরোজও রাজনীতিক। সমাজবাদী পার্টির টিকিটে টানা তিনবার সাংসদ হয়েছেন তুফানি সরোজ। তবে ২০১৪ সালে লোকসভা নির্বাচনে হেরে যান। বর্তমানে তিনি উত্তরপ্রদেশের কেরাকাটের বিধায়ক। তবে সাংসদের কন্যা হয়েও রাজনীতি থেকে দীর্ঘদিন নিজেকে দূরে রেখেছিলেন প্রিয়া। নয়াদিল্লির স্কুলের পর দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্তরের পড়াশোনা করেন। পরে অ্যামিটি বিশ্ববিদ্যালয় থেক আইন পড়েন প্রিয়া।
আইনজীবী হিসাবে বেশ কয়েকদিন সুপ্রিম কোর্টে প্র্যাক্টিস করেছেন রিঙ্কুর হবু স্ত্রী। রাজনীতি নয়, প্রিয়ার মন ছিল বিচারক হওয়ার দিকে। কোভিড অতিমারীর সময়ে বিচারক হওয়ার পরীক্ষার প্রস্তুতি নিতেন প্রিয়া। এমনকি লোকসভা নির্বাচনে সমাজবাদী পার্টির প্রার্থী হিসাবে যখন তাঁর নাম ঘোষণা করা হয় তখনও তিনি পরীক্ষার প্রস্তুতিই নিচ্ছিলেন। শেষ পর্যন্ত গত বছরের লোকসভা নির্বাচনে মছলিশহর কেন্দ্র থেকে ৩৫ হাজারেরও বেশি ভোটে জেতেন প্রিয়া। বর্তমান সাংসদদের মধ্যে তিনি দ্বিতীয় কনিষ্ঠতম।
প্রিয়ার সঙ্গে নাইট তারকার প্রেম শুরু হল কী করে? এক ক্রিকেটারের মাধ্যমে রিঙ্কু ও প্রিয়ার আলাপ হয়। তারপর প্রায় বছরখানেক সম্পর্ক ছিল তাঁদের মধ্যে। তবে দু’জন একে-অপরকে দীর্ঘদিন ধরে পছন্দ করলেও পরিবারের সম্মতির জন্য অপেক্ষা করেছেন। অবশেষে দু’জনের সম্পর্কে রাজি হয়েছে দুই পরিবার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.