Advertisement
Advertisement
BCCI president

অমিত শাহর বাড়িতে বোর্ড প্রেসিডেন্ট নির্বাচন! কামব্যাক করবেন সৌরভ?

বিজেপি করাল গ্রাসে ভারতীয় ক্রিকেট!

Meeting reportedly at Amit Shah residence to select BCCI president
Published by: Anwesha Adhikary
  • Posted:September 18, 2025 4:20 pm
  • Updated:September 18, 2025 5:07 pm  

বিশেষ সংবাদদাতা: বিজেপির করাল গ্রাসে ভারতীয় ক্রিকেট! সূত্রের খবর, পরবর্তী বিসিসিআই প্রেসিডেন্ট কে হবেন, সেই সিদ্ধান্ত নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বয়ং! শনিবার তাঁর বাড়িতে বৈঠক হবে। শনিবারের এই বৈঠকে যোগ দেওয়ার জন্য ভারতে আসছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। বর্তমান পরিস্থিতি অনুযায়ী, প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে ভালোমতো রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু এই বৈঠকেই যাবতীয় হিসাব ওলটপালট হয়ে যেতে পারে।

Advertisement

আগামী ২২ সেপ্টেম্বর বোর্ডের মনোনয়ন জমার শেষ দিন। যা শোনা যাচ্ছে, তাতে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘণ্টার মধ্যে সবকিছু চূড়ান্ত হয়ে যাবে। অর্থাৎ বোর্ড প্রেসিডেন্টের চেয়ারে কে বসবেন, তা অনেকটা পরিষ্কার হয়ে যাবে আটচল্লিশ ঘণ্টার মধ্যেই। আপাতত যা শোনা যাচ্ছে, তাতে বোর্ড প্রেসিডেন্টের দৌড়ে রয়েছেন সৌরভ। মাঝে শোনা যাচ্ছিল, হরভজনকেও এই দায়িত্ব দেওয়া হতে পারে। সূত্রের খবর, হরভজন বোর্ড প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে একটু পিছিয়ে পড়েছেন। তবে তিনি একেবারে যে লড়াইয়ে নেই, সেটাও বলা যাচ্ছে না। আর একজনের নাম প্রবলভাবে শোনা যাচ্ছে। রঘুরাম ভাট। তিনি কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে প্রতিনিধিত্ব করছেন। ভারতের হয়ে দু’টো টেস্ট খেলেছেন। বোর্ডের অন্দরমহলের খবর, শেষ ল্যাপের লড়াইয়ে রঘুরাম প্রবলভাবে ঢুকে পড়েছেন।

এহেন পরিস্থিতিতে জানা গিয়েছে, বোর্ড প্রেসিডেন্ট বেছে নেওয়ার আগে বেসরকারিভাবে একটা বৈঠক হবে শাহর বাড়িতে। সেখানে অবশ্য সৌরভ আদৌ যাবেন কিনা তা এখনও জানা যায়নি। ওই শাহী বৈঠকেই পরবর্তী প্রেসিডেন্টের নাম চূড়ান্ত হয়ে যাবে বলে ক্রিকেটমহলের মত। উল্লেখ্য, বছর তিনেক আগে এমনই এক বৈঠকে বোর্ড সভাপতির দৌড় থেকে সৌরভের নাম ছেঁটে ফেলা হয়েছিল। এবারও কি তার পুনরাবৃত্তি হবে? নাকি স্বভাবোচিত কামব্যাক করে ফের বোর্ড প্রেসিডেন্টের কুর্সিতে বসবেন মহারাজ? বোর্ড সভাপতি নির্বাচন মানেই পরতে পরতে নতুন মোড়। যাবতীয় নাটক পেরিয়ে কি ফের মসনদে দেখা যাবে সৌরভকে? 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement