সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনকয়েক আগে টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন মিচেল স্টার্ক। এবার কি ওয়ানডেকেও বিদায় জানাচ্ছেন অজি পেসার? ২০২৭-র বিশ্বকাপ কি তিনি খেলবেন? সেই নিয়ে মুখ খুললেন ৩৫ বছর বয়সি পেসার।
তিনি বলছেন, “আমি জানি, আমার জন্য কোন ফরম্যাটটা সঠিক। কিন্তু এটাও আমাকে মাথায় রাখতে হচ্ছে, আমি যদি ২০২৭-র পরিকল্পনার মধ্যে না থাকি তাহলে জায়গা আটকে রাখব না। তবে আমি এখনও ওয়ানডে দলকে বহুভাবে সাহায্য করতে পারি। আমি বিষয়টা নিয়ে অনেক ভেবেছি। আমার বয়স এখন ৩৫। টেস্ট সবসময় আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল। সবসময় তাই থাকবে। সেই জন্যই মনে হয়েছে টি-টোয়েন্টিকে বিদায় জানানোর এটাই আদর্শ সময়।”
সেপ্টেম্বরের শুরুতেই টি-টোয়েন্টি থেকে অবসর নেন স্টার্ক। অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী স্টার্ক। ৬৫ ম্যাচে তুলেছেন ৭৯ উইকেট। অস্ট্রেলিয়ার হয়ে ২০২১-এ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যা অস্ট্রেলিয়ার জন্য বড়সড় ধাক্কা বলে মনে করছেন অনেকে। তবে স্টার্ক পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ২০২৭-র ওয়ানডে বিশ্বকাপ ও টেস্ট ক্রিকেটকে গুরুত্ব দিতেই তাঁর এই সিদ্ধান্ত।
তাছাড়া স্টার্কের বক্তব্য, বিশ্বকাপের আগে যাতে অস্ট্রেলিয়া বোলিং লাইন আপ গুছিয়ে নিতে পারে, তাই ৬ মাস আগেই সরে দাঁড়িয়ে ছিলেন। ৩৫ বছর বয়সি তারকা পেসার আরও বলেছিলেন, “ভারতে আমাদের সফর আছে, অ্যাসেজ আছে, ২০২৭-এ ওয়ানডে বিশ্বকাপ আছে। আমার মনে হয় টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ানোয় সেগুলোতে আরও তরতাজা হয়ে নামতে পারব। ফিটনেসও ধরে রাখতে পারব। আশা করছি, সেখানে ভালো খেলব।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.