সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশাখাপত্তনমে রবিবার ভারতের প্রতিপক্ষ বিশ্বজয়ী অস্ট্রেলিয়া। তার আগে ওয়াইএস. রাজশেখর রেড্ডি এসিএ-ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়ামে ভারতের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ এবং রবি কল্পনাকে বিশেষ সম্মান জানানো হল।
অন্ধ্র ক্রিকেট অ্যাসোসিয়েশন ভারতীয় মহিলা ক্রিকেট দলের দুই কিংবদন্তির সম্মানে এসিএ-ভিডিসিএ স্টেডিয়ামে তাঁদের নামে স্ট্যান্ডের নামকরণের ঘোষণা করেছিল। বিশ্বকাপের ম্যাচ শুরুর আগে যা আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হল। উপস্থিত ছিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। মিতালি রাজের নামে স্ট্যান্ড এবং উইকেটরক্ষক রবি কল্পনার নামে গেট উদ্বোধন হল রবিবার।
চলতি বছর আগস্টে এক অনুষ্ঠানে অন্ধ্রপ্রদেশের তথ্যপ্রযুক্তি মন্ত্রী নারা লোকেশের সঙ্গে আলোচনায় ভারতীয় ওপেনার স্মৃতি মন্ধানা এই প্রস্তাব রেখেছিলেন। অবশেষে স্মৃতির সেই প্রস্তাব মান্যতা পেল। এক বিবৃতিতে অন্ধ্র ক্রিকেট অ্যাসোসিয়েশন বলেছে, ‘এটা মিতালি রাজ এবং রবি কল্পনার প্রতি আমাদের শ্রদ্ধা। ভারতীয় মহিলা ক্রিকেটে তাঁদের অবদান অনস্বীকার্য। তাঁরা পরবর্তী প্রজন্মের অনুপ্রেরণা।’
ওয়ানডেতে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক মিতালি। ২৩২ ম্যাচে ৭,৮০৫ রান করেছেন। গড় ৫০.৬৮। যার মধ্যে ৭টি সেঞ্চুরি। ৮৯টি টি-টোয়েন্টিতে করেছেন ২৩৬৪ রান। রয়েছে ১৭টি হাফসেঞ্চুরি। তাছাড়াও ১২টি টেস্টে করেছেন ৬৯৯ রান। গড় ৪৩.৬৮। ২৩ বছরের বর্ণাঢ্য কেরিয়ারের পর ২০২২ সালে অবসর নেন মিতালি। অন্যদিকে, দেশের হয়ে ৭টি ওয়ানডে খেলেছেন রবি কল্পনা। তবে নতুন ক্রিকেটারদের ভারতীয় দলে উঠে আসার নেপথ্যে বড় ভূমিকা রয়েছে তাঁর। এর মধ্যে অরুন্ধতী রেড্ডি, এস মেঘনা ও এন শ্রী চরণীর মতো আঞ্চলিক প্রতিভারা রয়েছেন। বিশ্বকাপে মিতালি এবং ধারাভাষ্যের দায়িত্বে রয়েছেন।
‘Mithali Raj Stand’
‘Raavi Kalpana Gate’Today Inaugurated at Vizag Stadium
Huge moment for Indian Women cricketers!
— (@Shebas_10dulkar)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.