Advertisement
Advertisement
BCCI

অমিত শাহ’র ‘আশীর্বাদে’ই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়! বোর্ডের নতুন প্রেসিডেন্ট মিঠুন মানহাস

বিসিসিআই বৈঠকে ছিলেন না সৌরভ গঙ্গোপাধ্যায়।

Mithun Manhas appointed as new president of BCCI
Published by: Anwesha Adhikary
  • Posted:September 28, 2025 4:43 pm
  • Updated:September 28, 2025 4:45 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআইয়ের পরবর্তী সভাপতি হলেন মিঠুন মানহাস। রবিবার বোর্ডের এজিএমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিনি। এছাড়া বোর্ডের ভাইস প্রেসিডেন্ট হয়েছেন ক্রিকেট প্রশাসনের পরিচিত নাম রাজীব শুক্লা। বোর্ড সচিব হয়েছেন দেবজিৎ সাইকিয়া। একটা সময়ে প্রেসিডেন্টের দৌড়ে থাকা রঘুরাম ভাট কোষাধ্যক্ষ হয়েছেন। উল্লেখ্য, সিএবির তরফ থেকে এই বার্ষিক সভায় কোনও প্রতিনিধি পাঠানো হয়নি।

Advertisement

বিসিসিআইয়ের নতুন প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে সবার আগে ছিল মিঠুনের নাম। ভারতের হয়ে যিনি একটা ম‌্যাচও খেলেননি। তবে দিল্লি দলে বিরাট কোহলির প্রথম অধিনায়ক ছিলেন তিনি। এমনকী কোহলির বাবার মৃত্যুর সময়ও পাশে ছিলেন তিনি। ভারতীয় দলের বহু প্রাক্তন প্লেয়ার তাঁর ঘনিষ্ঠ বন্ধু। দিল্লির হয়ে রনজি খেলার পাশাপাশি আইপিএলে খেলেছেন সিএসকের হয়ে। দিল্লি ডেয়ারডেভিলস, পুনে ওয়ারিয়ার্সের জার্সি গায়েও দেখা গিয়েছে সদ্য নির্বাচিত বোর্ড প্রেসিডেন্ট। বর্তমানে জম্মু-কাশ্মীরের ক্রিকেট উন্নতির সঙ্গে যুক্ত মিঠুন।

তবে মিঠুনের বোর্ড প্রেসিডেন্ট হওয়া নিয়ে বিতর্কের যথেষ্ট অবকাশ রয়েছে। গত দু’বার বোর্ডের প্রেসিডেন্টের কুর্সিতে বসেছিলেন যথাক্রমে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং রজার বিনি। দেশের জার্সিতে কেবল খেলাই নয়, একাধিক অবিস্মরণীয় সাফল্যের সঙ্গে জড়িয়ে রয়েছে এই দু’জনের নাম। দেশকে একাধিক গর্বের মুহূর্ত এনে দিয়েছেন। প্রেসিডেন্টের দৌড়ে এবারও ছিলেন সৌরভ। ছিলেন হরভজন সিং। কিন্তু তাঁদের টপকে গিয়ে প্রেসিডেন্ট হলেন মিঠুন।

উল্লেখ্য, সৌরভের কোনও পদ পাওয়ার সম্ভাবনা নেই, এমনটা আগেই জানা গিয়েছিল। বোর্ডের সাধারণ সভায় সিএবির প্রতিনিধিত্ব করার কথা ছিল সৌরভের। একসময় যার নাম প্রবলভাবে ভাসছিল বোর্ড সভাপতি হিসাবে। কিন্তু শেষ ল্যাপের লড়াইয়ে সৌরভ পিছিয়ে পড়েন। অমিত শাহ পছন্দের মিঠুন মানহাসের নামে সিলমোহর দেন। শুধু সৌরভ নন, সিএবির কোনও প্রতিনিধিই বোর্ডের কোনও পদে থাকছেন না। সম্ভবত সেকারণেই বিসিসিআই বৈঠকে বাংলার কোনও প্রতিনিধি থাকছেন না।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ