Advertisement
Advertisement
Jasprit Bumrah

কাইফের পোস্টের জবাবে বুমরাহর তোপ ‘মিথ্যা বলছ’! পালটি খেয়ে ‘ভক্ত’ সাজলেন প্রাক্তন তারকা

বুমরাহর চোট আতঙ্ক নিয়ে পোস্ট করেছিলেন কাইফ।

Mohammad Kaif Breaks Silence After Jasprit Bumrah Calls Him Out Over 'Injury' Post
Published by: Arpan Das
  • Posted:September 26, 2025 8:54 pm
  • Updated:September 26, 2025 8:54 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার এশিয়া কাপে ভারত-পাকিস্তান ফাইনাল। তার আগে ভারতীয় ক্রিকেটেই ‘গৃহযুদ্ধ’ লেগে গেল। যার একদিকে প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ, অন্যদিকে এশিয়া কাপে ভারতের অন্যতম শক্তি জশপ্রীত বুমরাহ। এক্স হ্যান্ডলে পোস্ট, পালটা পোস্টে সরগরম ভারতীয় ক্রিকেট। তবে শেষ পর্যন্ত ‘ঢোঁক গিলেছেন’ কাইফ। তাতে কি বিতর্ক থামবে?

Advertisement

কাইফ এক্স হ্যান্ডলে লিখেছিলেন, ‘রোহিতের অধীনে বুমরাহ সাধারণত ১, ১৩, ১৭, ১৯ তম ওভারে বল করত। এশিয়া কাপে সূর্যর অধীনে প্রথমে তিন ওভার বল করে নেয়। চোটের আতঙ্ক এড়াতে বুমরাহ আজকাল গা গরম থাকতে বল করে। বাকি ১৪ ওভারে যদি বুমরাহ মাত্র ১ ওভার করে, তাহলে ব্যাটারদের জন্য সেটা স্বস্তির। বিশ্বকাপে শক্তিশালী দলগুলোর বিরুদ্ধে তা ভারতকে বিপদে ফেলতে পারে।’

যার জবাবে বুমরাহ লেখেন, ‘আগেও ভুল বলেছ, আবারও ভুল বলছ।’ আসলে সাম্প্রতিক সময়ে বুমরাহর চোট-আঘাত নিয়ে অনেক চর্চা হয়েছে। বিশেষ করে ‘ওয়ার্কলোড’ নিয়ে বহু প্রশ্নের মুখে পড়েছেন। স্বাভাবিকভাবেই কাইফের বক্তব্যে সেই বিতর্ক ওঠার সম্ভাবনা রয়েছে। সম্ভবত সেটারই জবাব দিলেন ভারতীয় পেসার।

তবে বিষয়টা নিয়ে আর জলঘোলা করেননি কাইফ। এই পালটা জবাবের উত্তরে কাইফ লেখেন, ‘তোমার একজন শুভাকাঙ্ক্ষী ও ভক্তের ক্রিকেট পর্যবেক্ষণ হিসেবেই বিষয়টা গ্রহণ করো। তুমি ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় ম্যাচউইনার। আর আমি জানি ভারতের জার্সিতে সর্বস্ব দিতে হলে কী পরিশ্রম করতে হয়!’

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ