Advertisement
Advertisement
Pakistan cricket team

হ্যাটট্রিকে নজির নওয়াজের, এশিয়া কাপের আগে ‘অক্সিজেন’ পেয়ে গেল পাকিস্তান!

১২ সেপ্টেম্বর ওমানের বিরুদ্ধে এশিয়া কাপের অভিযান শুরু করবে পাক দল।

Mohammad Nawaz's hat-trick gives Pakistan cricket team 'oxygen' ahead of Asia Cup!
Published by: Prasenjit Dutta
  • Posted:September 8, 2025 1:39 pm
  • Updated:September 8, 2025 1:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপের আগে ‘অক্সিজেন’ পেয়ে গেল পাকিস্তান! শারজায় ক্রিদেশীয় সিরিজের ফাইনালে আফগানিস্তানকে হারিয়েছে সলমন আঘার দল। পাকিস্তানের ৭৫ রানের জয়ের এই ম্যাচের নায়ক মহম্মদ নওয়াজ। হ্যাটট্রিক করে নয়া নজিরও গড়ে ফেললেন তিনি।

Advertisement

আফগানিস্তানকে মাত্র ৬৬ রানে অলআউট করার মূল কাণ্ডারি নওয়াজই। ১৯ রানে ৫ উইকেট নিলেন ৩১ বছর বয়সি এই পেসার। এটাই তাঁর সেরা বোলিং পরিসংখ্যান। তাছাড়াও প্রথম পাকিস্তানি স্পিনার হিসাবে টি-টোয়েন্টি ক্রিকেটে হ্যাটট্রিক করার নজির গড়লেন তিনি।

ষষ্ঠ ওভারে বল করতে আসেন নওয়াজ। পঞ্চম বলে দারবেশ রাসুলিকে এলবিডব্লিউ হন। এর পরের বলেই আজমতুল্লাহ ওমরজাইকে ডাগআউটের রাস্তা দেখান। তাঁর পরের ওভারের প্রথম বলে ইব্রাহিম জাদরানকে ৯ রানের মাথায় আউট করে হ্যাটট্রিক পূর্ণ করেন নওয়াজ।

উল্লেখ্য, প্রথমে ব্যাট করে ১৪১ রান করে পাকিস্তান। কম রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বিপাকে পড়ে আফগানিস্তান। মাত্র ৬৬ রানে অলআউট হয়ে যায় আফগান ইনিংস। টি-টোয়েন্টি ক্রিকেটে ৫ উইকেট নিয়ে পাক বোলারদের তালিকায় নাম তুলে ফেলেছেন তিনি। তাঁর আগে মাত্র তিন পাক বোলারের এই নজির ছিল। অন্যদিকে, ৬৬ রানে অলআউট হয়ে লজ্জার নজির গড়ে ফেলল আফগানিস্তান। এটাই তাদের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। এমন পারফম্যান্স কিন্তু এশিয়া কাপের আগে চিন্তায় রাখবে রশিদ খানের দলকে। উল্লেখ্য, ১২ সেপ্টেম্বর ওমানের বিরুদ্ধে এশিয়া কাপের অভিযান শুরু করবে পাকিস্তান। আফগানিস্তানের প্রথম ম্যাচ ৯ সেপ্টেম্বর। প্রতিপক্ষ হংকং। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement