সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর কুড়ি-বিশের ক্রিকেট থেকে অবসর নেন রোহিত শর্মা। টি-টোয়েন্টিতে নেতৃত্বের দায়িত্ব এসে পড়েছে সূর্যকুমার যাদবের কাঁধে। অনেক দেশেই ক্রিকেটের এই পটপরিবর্তন মসৃণ হয় না। ভারতের ক্ষেত্রে সেই সমস্যা হয়নি। বরং সূর্যকে রোহিতের আদর্শ উত্তরসূরি বলে মনে করেন মহম্মদ কাইফ।
এশিয়া কাপের প্রথম দুই ম্যাচে অনায়াসে জয়। গ্রুপ পর্বে এক ম্যাচ বাকি থাকতেই সুপার ফোরে উঠে গিয়েছে টিম ইন্ডিয়া। সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন সূর্যকুমার। সব মিলিয়ে এশিয়া কাপ জয়ের সবচেয়ে বড় দাবিদার ভারতই। বলা যায়, রোহিত যেখানে দায়িত্ব ছেড়েছিলেন, সেখান থেকেই দলকে সাফল্যের পথে নিয়ে যাচ্ছেন সূর্য।
যা নিয়ে মহম্মদ কাইফ বলছেন, “ব্যাট হাতে ও ম্যাচ জেতাচ্ছে, অপরাজিত থাকছে। যেভাবে মিডিয়ার সঙ্গে কথা বলছে, সব মিলিয়ে বোঝা যাচ্ছে, ও অধিনায়ক হিসেবে নিজের যোগ্যতা প্রমাণ করেছে। এই বিষয়গুলো কিন্তু খেয়ালে রাখা উচিত। ভারত-পাকিস্তানের মতো বড় ম্যাচে বোঝা যায়, ভালো অধিনায়ক হতে পারে কি না। তাই আমি নির্দ্বিধায় বলতে পারি, অধিনায়ক হিসেবে সূর্য রোহিত শর্মার যোগ্য উত্তরসূরি। যেভাবে কথা বলার সময় মুচকি হাসে, সেভাবেই ওর ব্যাট কথা বলছে।”
২৪টি ম্যাচে নেতৃত্ব দিয়ে ১৯টি ম্যাচে জিতেছেন সূর্য। একসময় হার্দিক পাণ্ডিয়াকে অধিনায়ক করার কথা থাকলেও, পরে সূর্যকেই বেছে নেওয়া হয়। তবে সেই নিয়ে দলের মধ্যে কোনও মতানৈক্য নেই। কাইফ আরও বলছেন, “সূর্যর নেতৃত্ব অসাধারণ। হার্দিককে নতুন বলে বল করাচ্ছে। অভিষেককে দিয়েও বল করাচ্ছে। আমি নিশ্চিত ও আরও ভালো অধিনায়ক হবে।” এশিয়া কাপেই কি তার প্রমাণ পাওয়া যাবে?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.