Advertisement
Advertisement
Mohammed Shami

দলের অনুরোধ সত্ত্বেও অস্ট্রেলিয়া যেতে চাননি শামি! উঠে এল চাঞ্চল্যকর তথ্য

তিনি নিজেই হয়তো তাঁর টেস্ট কেরিয়ার নিয়ে দেওয়াল লিখনটা পড়ে ফেলেছিলেন।

Mohammed Shami did not want to go to Australia despite team's request! Sensational information has emerged

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:May 25, 2025 3:26 pm
  • Updated:May 25, 2025 3:26 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ড সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা হয়েছে শনিবার। দল থেকে বাদ পড়েছেন মহম্মদ শামি। তাঁর বাদ পড়া নিয়ে এখন নানান তথ্য উঠে আসছে। এই আবহে শামিকে উঠে এল ‘বিস্ফোরক’ তথ্য। এক সংবাদ সংস্থার মতে, অস্ট্রেলিয়া সিরিজে শামিকে চেয়েছিল ভারতীয় দল। এমনকী বাংলার এই পেসারকে অস্ট্রেলিয়া পাঠানোর জন্য নাকি বিসিসিআইয়ের কাছে অনুরোধ পর্যন্ত করেছিল টিম ম্যানেজমেন্ট। বলা হচ্ছে, সেই অনুরোধ নাকি ফিরিয়ে দিয়েছিলেন শামি স্বয়ং।

Advertisement

২০২৩ সালের বিশ্বকাপের ফাইনালের পর চোটের কারণে একবছরের বেশি সময় খেলতে পারেননি শামি। এরপর রিহ্যাবের পর ঘরোয়া ক্রিকেট খেলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রত্যাবর্তন ঘটেছিল তাঁর। এর আগে এহেন শামিই নাকি অস্ট্রেলিয়ায় গিয়ে টেস্ট খেলতে রাজি ছিলেন না। এখন ইংল্যান্ড সিরিজে যখন জায়গা পেলেন না তিনি, তারপরেই এমন বিস্ফোরক তথ্য জানা গিয়েছে সংবাদ সংস্থা পিটিআইয়ের রিপোর্টে।

প্রতিবেদনে বলা হয়েছে, শামি ওই সময় লাল বলের ক্রিকেট খেলার জন্য প্রস্তুত ছিলেন না। সেই কারণে টিম ম্যানেজমেন্টের কথায় কর্ণপাত করেননি তিনি। কিন্তু এখন দেখা যাচ্ছে, বর্ডার-গাভাসকর ট্রফির ছ’মাস পরেও তিনি টেস্ট ম্যাচ খেলার জন্য ফিট নন। অন্তত বোর্ডের তাই মত। শনিবার নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর এ কথা উল্লেখ করে বলেন, “পুরোপুরি সেরে ওঠেনি শামি। আমরা ভেবেছিলাম ওকে পাব। যদিও সেটা হচ্ছে না। অসাধারণ ক্রিকেটার ও। চাইব, দ্রুত সেরে উঠুক শামি।”

প্রশ্ন হল, কবে পুরোপুরি টেস্ট ম্যাচের জন্য ফিট উঠবেন শামি? নির্বাচকরা কি ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁকে বেছে নেবেন? এক প্রাক্তন জাতীয় নির্বাচক পিটিআই’কে বলেছেন, “শামিকে তো অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডে পাওয়া গেল না। তাহলে কেন ওকে ঘরের মাঠে ভাবা হবে? আকাশ দীপ, অর্শদীপ, হর্ষিত বা মুকেশরা রয়েছে। বুমরাহের সঙ্গী হিসেবে বরং ওদের ভাবা হোক।”

এদিকে আইপিএলে ৯টি ম্যাচ খেললেও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি শামি। নিয়েছেন মাত্র ৬টি উইকেট। গড় ৫৬.১৭। এই অবস্থায় জাতীয় নির্বাচকরা শামির পারফরম্যান্সে খুশি নন। সেই কারণেই মনে করা হচ্ছে, ভবিষ্যতে সাদা জার্সিতে বাংলার এই পেসারকে হয়তো আর দেখা যাবে না। শামি নিজেই হয়তো তাঁর টেস্ট কেরিয়ার নিয়ে দেওয়াল লিখনটা পড়ে ফেলেছিলেন। সেই কারণেই হয়তো অস্ট্রেলিয়া যেতে রাজি ছিলেন না তিনি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ