ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়টা একেবারেই ভালো যাচ্ছে না মহম্মদ শামির। জাতীয় দল থেকে বাদ পড়েছেন। ফিরে আসার লড়াইয়ে ঘরোয়া ক্রিকেট খেলেছেন বটে। কিন্তু সেখানেও তেমন একটা সাফল্য পাননি। আসন্ন মরশুমে বাংলার হয়ে রনজি খেলবেন। তার আগে শামির জন্য আরও দুঃসংবাদ। জানা গিয়েছে, তিনি এবার বাদ পড়তে চলেছেন আইপিএল থেকে। সেই কারণেই প্রশ্ন উঠছে, শামির কেরিয়ার কি শেষ?
আইপিএলের আগের মরশুম ভালো কাটেনি সানরাইজার্স হায়দরাবাদের। দলে ঈশান, কিষাণ, মহম্মদ শামি, অ্যাডাম জাম্পা, ট্র্যাভিস হেড, হেনরিখ ক্লাসেনের মতো নামিদামি ক্রিকেটাররা ছিলেন। তা সত্ত্বেও পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে শেষ করেছিল অরেঞ্জ আর্মি। দক্ষিণী দলটির পাখির চোখ এবারের আইপিএলে ভালো কিছু করা। সেই কারণে এখন থেকেই মরিয়া তারা।শামির মতো অভিজ্ঞ বোলারের কাছে প্রত্যাশামতো পারফরম্যান্স না পাওয়ায় এবার তাঁকে বাদ দিতে পারে হায়দরাবাদ বলে খবর।
গত মরশুমে ১০ কোটি টাকায় শামিকে কিনেছিল সানরাইজার্স। কিন্তু একেবারেই বেমানান ছিলেন ৩৫ বছর বয়সি এই পেসার। ৯ ম্যাচে পেয়েছিলেন মাত্র ৬ উইকেট। ইকোনমি রেট ১১.২৩। সূত্রের খবর, এহসান মালিঙ্গা ও সিমরনজিৎ সিংয়ের মতো তরুণ তুর্কিদের উপর ভরসা রাখতে চাইছে হায়দরাবাদ। অস্ট্রেলিয়া সফরের দলে সুযোগ পাননি। ভবিষ্যতেও সুযোগ পাবেন, এমন কোনও আশাভরসা নেই। বরং বোর্ডের খবর অনুযায়ী, জাতীয় দলে ফেরার রাস্তা ক্রমশ ক্ষীণ হচ্ছে বাংলার পেসারের জন্য। এর মধ্যে আইপিএল থেকে বাদ পড়লে তাঁর কেরিয়ার নিয়েই প্রশ্নচিহ্ন উঠে যাবে বলে ধারণা ক্রিকেটমহলের।
কেবল শামি নন, বাদের তালিকায় রয়েছেন ঈশান কিষাণও। গত মরশুমের মেগা নিলামে ১১.২৫ কোটি টাকায় তাঁকে কিনেছিল হায়দরাবাদ। তিন নম্বরে নেমে তাঁর গড় ছিল ২৬.৬০। স্ট্রাইক রেট ১৩৮। মাত্র দু’টি ম্যাচে বড় রান করেছিলেন। এর মধ্যে রাজস্থানের সঙ্গে একটা সেঞ্চুরি ছিল। আর ৩৩-এর উপর রান করেছিলেন মোটে চারবার। অর্থাৎ বোঝাই যাচ্ছে, চূড়ান্ত ধারাবাহিকতাহীনতায় ভুগেছিলেন ঈশান। তাছাড়াও ৩.২০ কোটি টাকার রাহুল চাহারের উপরও কোপ পড়তে পারে বলে খবর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.