মহম্মদ শামি। ফাইল চিত্র।
রাজর্ষি গঙ্গোপাধ্যায়: দীর্ঘদিন ধরে তাঁকে ভারতীয় দলের জার্সি গায়ে মাঠে নামতে দেখা যায়নি। মহাগুরুত্বপূর্ণ বর্ডার-গাভাসকর ট্রফিতেও দলে রাখা হয়নি তাঁকে। দেশের মাটিতে গত নভেম্বরে ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালের পর আর মাঠে নামা হয়নি মহম্মদ শামির। কী করা যাবে, পরের পর চোট-আঘাত যে তাড়া করে চলেছে ভারতীয় পেসারকে!
কিন্তু সব কিছু ঠিকঠাক চললে, চলতি মাসেই মাঠে প্রত্যাবর্তন ঘটতে পারে শামির। খবর যা, তাতে আসন্ন সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে খেলতে দেখা যেতে পারে তাঁকে। অন্তত শামির ঘনিষ্ঠমহলের কাছে তেমনই খবর।
বাংলার অভিজ্ঞ পেসারকে বর্ডার-গাভাসকর ট্রফির আগেই সুস্থ করে তোলার প্রাণপণ চেষ্টা চালিয়েছিল ভারতীয় বোর্ড। কিন্তু সম্ভব হয়নি। মাঝে বাংলার হয়ে রনজি খেলার কথা ছিল। কিন্তু শামি সেটাও খেলতে পারেননি নতুন করে ‘সাইড স্ট্রেন’-এ আক্রান্ত হওয়ায়। এই মুহূর্তে ভারতীয় পেসার বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ‘রিহ্যাব’ করছেন। দিন দু’য়েক আগে কর্নাটকের বিরুদ্ধে রনজি ম্যাচ খেলতে যাওয়া বাংলা টিমের সঙ্গে ছবিও দিয়েছেন। শোনা গেল, খেলার পাট চোকার পর বাংলা টিম হোটেলে এসেছিলেন শামি। প্লেয়ারদের সঙ্গে গল্পগুজবের সঙ্গে লাঞ্চও করেন। এবং বাংলা টিমে তাঁর ঘনিষ্ঠদের কথা ধরলে, আগামী ২৩ নভেম্বর থেকে শুরু হতে চলা সৈয়দ মুস্তাক আলি ট্রফির প্রথম ম্যাচেই শামিকে পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি না নতুন করে আবার চোট-জনিত সমস্যায় তিনি পড়েন। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বাংলার প্রথম ম্যাচ পাঞ্জাবের সঙ্গে। বাংলা টিমে শামি-ঘনিষ্ঠ কেউ কেউ বললেন, জাতীয় পেসার রিহ্যাব করে অনেকটাই ফিট হয়ে উঠেছেন এখন। আগামী কয়েক দিনে পুরোপুরি ফিট হয়ে যাবেন। পাঞ্জাবের বিরুদ্ধে তাই তাঁকে পেতে অসুবিধে হওয়ার কথা নয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.