সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহম্মদ শামি থেকে মুকেশ কুমার কিংবা রজত পাতিদার। দলীপ ট্রফিতে তাঁরা কেমন খেলেন, তা দেখার জন্য সমর্থকরা মুখিয়ে ছিলেন। বিশেষ করে, শামি এবং মুকেশ কুমার টেস্ট দলে ঢোকার লড়াইয়ে রয়েছেন। তাই তাঁদের কাছ থেকে ভালো পারফরম্যান্স প্রত্যাশিত। যদিও দলীপ ট্রফির প্রথম দিন সেভাবে দাগ কাটতে পারলেন না তাঁরা। তবে, টি-টোয়েন্টি মেজাজে সেঞ্চুরি হাঁকিয়েছেন পাতিদার।
চোট সারিয়ে দীর্ঘদিন পর ২২ গজে ফিরেছেন শামি। প্রথম দিন তিনি ১৭ ওভার বল করলেও পেয়েছেন মাত্র ১ উইকেট। অর্থাৎ রান দেওয়ার দিক থেকে তিনি যথেষ্ট কৃপণ হলেও তাঁর কাছ থেকে আরও বেশি উইকেট আশা করেছিল পূর্বাঞ্চল। টেল এন্ডার ব্যাটার সাহিল লোথারাকে আউট করেছেন তিনি। নতুন বলে পুরনো ছন্দে দেখা যায়নি তাঁকে।
অন্যদিকে, মুকেশ কুমার ১১.৫ ওভার বল করেছেন। ৩৯ রান দিলেও কোনও উইকেট পাননি। আরও বিড়ম্বনার খবর হল, প্রথম দিনের শেষে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে তাঁকে। দুই প্রধান বোলার সেভাবে নিজেদের মেলে ধরতে না পারায় প্রথম দিনের শেষে উত্তরাঞ্চল করে ৬ উইকেটে ৩০৮ রান।
দলীপের অন্য একটি ম্যাচে নর্থ-ইস্ট বোলাররা সেভাবে আমল পাননি মধ্যাঞ্চলের ব্যাটারদের সামনে। প্রথম দিনের শেষে ২ উইকেটে ৪৩২ রানের পাহাড়ে তারা। অধিনায়ক রজত পাতিদার ৯৬ বলে ১২৫ রানের দুরন্ত ইনিংস উপহার দেন। তাঁর ইনিংসটি সাজানো ছিল ২১টি চার এবং ৩টি ছক্কা দিয়ে। দলের আরেক ব্যাটার দানিশ মালেওয়ার দ্বিশতরানের পথে। দিনের শেষে তিনি অপরাজিত ১৯৮ রানে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.