ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপের দলে সুযোগ না পেয়ে এবার বড়সড় বিস্ফোরণ ঘটালেন মহম্মদ শামি। তারকা পেসারের তোপ, অনেকে চান যেন তিনি অবসর নিয়ে নেন। অনেকের সমস্যা রয়েছে তাঁকে নিয়ে। উল্লেখ্য, শেষবার জাতীয় দলের জার্সিতে তিনি খেলেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তারপর থেকেই ভারতীয় দলের দরজা তাঁর জন্য বন্ধ।
বুধবার একটি বিস্ফোরক সাক্ষাৎকার দেন শামি। সেখানে তিনি বলেন, “আমার একমাত্র স্বপ্ন দেশের হয়ে বিশ্বকাপ জেতা। ২০২৩-এ খুব কাছাকাছি এসে গিয়েছিলাম। তবে শেষ পর্যন্ত ট্রফিটা আমাদের কপালে ছিল না।” এই কথা বলতে গিয়েই ক্ষোভে ফেটে পড়েন তারকা পেসার। তাঁর কথায়, “আমাকে নিয়ে কারোওর যদি সমস্যা থাকে সেটা আমাকে বলুক। মনে হয় আমি অবসর নিলেই তাদের জীবনটা সুন্দর হয়ে যাবে। আমি কার জীবনে বাধা হয়েছি যে তারা আমার অবসর কামনা করে?”
নির্বাচকদের একহাত নিয়ে শামি বলেন, “যেদিন খেলতে ভালো লাগবে না, আমি সরে যাব। আপনারা আমাকে দলে নিচ্ছেন না, তবুও আমি কঠোর পরিশ্রম করে যাব। আন্তর্জাতিক ক্রিকেটে না নিলে, ঘরোয়া টুর্নামেন্টে খেলে যাব। কোথাও না কোথাও খেলবই। গত দু’মাস ধরে ট্রেনিং করেছি। ওজন কমিয়েছি। অনেক বেশি পরিশ্রম করেছি। ছন্দ ফিরে পাওয়া আর লম্বা স্পেলে বল করাটাই আমার লক্ষ্য।” শামি জানান, নিজের ব্যাটিং এবং ফিল্ডিংয়ে উন্নতি করতেও যথেষ্ট পরিশ্রম করেছেন তিনি।
আসন্ন দলীপ ট্রফিতে কামব্যাক করবেন শামি। কিন্তু এশিয়া কাপের দলে তাঁকে রাখেননি নির্বাচকরা। জাতীয় দলের হয়ে শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছিলেন শামি। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটপ্রাপক ছিলেন তিনি। তা সত্ত্বেও কেন বারবার উপেক্ষা করা হচ্ছে তাঁকে? এদিন শামি নাম না করে তোপ দেগেছেন নির্বাচকদের। প্রশ্ন উঠছে, তাহলে কি জাতীয় দলে রাজনীতির শিকার হচ্ছেন তারকা পেসার? নেকনজরে না থাকার ‘শাস্তি’ হিসাবেই বাদ পড়ছেন দল থেকে?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.