ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোট সারলেও ম্যাচ ফিট ছিলেন না। তাই ইংল্যান্ড সফরে ভারতীয় দলে ডাক পাননি। তবে দলীপ ট্রফির হাত ধরে ২২ গজে ফিরছেন মহম্মদ শামি। পূর্বাঞ্চলের দলের হয়ে নামবেন তিনি। এদিকে দুর্দান্ত ছন্দে থাকার সৌজন্যে সুযোগ পাচ্ছে বিস্ময় কিশোর বৈভব সূর্যবংশী। দলের অধিনায়ক ঈশান কিষান এবং সহ-অধিনায়কের ভূমিকায় অভিমন্যু ঈশ্বরণ।
আগামী ২৮ আগস্ট শুরু দলীপ ট্রফি। ফাইনাল ১৫ সেপ্টেম্বর। শুক্রবার টুর্নামেন্টের পূর্বাঞ্চলের দল ঘোষিত হয়। বাংলার মোট পাঁচ ক্রিকেটার জায়গা করে নিয়েছেন দলে। শামি, অভিমন্যুর পাশাপাশি জায়গা করে নিয়েছেন আকাশ দীপ, মুকেশ কুমার এবং সুরজ সিন্ধু। শেষবার আইপিএল দেখা গিয়েছিল শামিকে। তবে চোটের জন্য চলতি ইংল্যান্ড সিরিজে ছিটকে যান তিনি। এবার পুরোপুরি ফিট হয়ে ফিরছেন। এদিকে ভারতীয় দলে ‘নিয়মিত’ থাকলেও প্রথম একাদশে খেলার সুযোগ পাননি অভিমন্যু। ৩০টি টেস্টে ডাগআউটেই তিনি। তবে ইংল্যান্ড সফরে ভারত ‘এ’ দলের নেতৃত্ব দিয়েছিলেন। যদিও দলীপে তিনি সহ-অধিনায়ক। নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে ঝাড়খণ্ডের উইকেটরক্ষক-ব্যাটার ঈশানকে।
যুবদলের হয়ে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করায় বৈভবকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে। অর্থাৎ কোনও ক্রিকেটার চোট পেলে দলে ঢোকার সুযোগ পেতে পারেন তিনি। অন্যদিকে ইংল্য়ান্ড সফরে ডাক না পেলেও ঘরোয়া ক্রিকেটেই ফের নিজেকে প্রমাণ করতে নামবেন পেসার মুকেশ কুমার।
পূর্বাঞ্চলের দল: ঈশান কিষান, অভিমন্যু ঈশ্বরণ, বিরাট সিং, সন্দীপ পট্টনায়ক, ডেনিস দাস, শ্রীদাম পাল, শরণদীপ সিং, কুমার কুশাগ্র, রিয়ান পরাগ, উৎকর্ষ সিং, মনীশী, সূরজ সিন্ধু জয়সওয়াল, মুকেশ কুমার, আকাশদীপ ও মহম্মদ শামি।
স্ট্যান্ডবাই: বৈভব সূর্যবংশী, আশীর্বাদ সোয়াইন, মুখতার হুসেন, স্বস্তিক সমল, সুদীপ কুমার ঘরামি ও রাহুল সিং।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.