Advertisement
Advertisement
Mohammed Shami

পাকম্যাচের শুরুতেই লজ্জার নজির শামির, বল করতে গিয়ে পায়ে ব্যথাও পেলেন তারকা পেসার

পায়ে ব্যথা অনুভব করায় মাঠ ছেড়ে বেরিয়ে যান শামি।

Mohammed Shami sets embarrassing record, suffers pain

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:February 23, 2025 4:45 pm
  • Updated:February 23, 2025 5:12 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগের ম্যাচে পাঁচ উইকেট পেয়েছিলেন। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে শুরুটা মোটেই ভালো হল না মহম্মদ শামির। লজ্জার নজির গড়ে এদিন বোলিং শুরু করলেন। স্পেল চলাকালীনই আবার পায়ে ব্যথাও শুরু হয় তারকা পেসারের।

Advertisement

টসে জিতে ব্যাট করতে নামে পাকিস্তান। ভারতের হয়ে বোলিং শুরু করেন শামি। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে প্রথম ওভারেই উইকেট তুলেছিলেন। কিন্তু এদিন ম্যাচের শুরুটা মোটেই ভালো হল না তাঁর। প্রথম ওভারেই পাঁচটি ওয়াইড বল এল শামির হাত থেকে। ফলে লজ্জার নজির গড়ে এক ওভারে ১১টি বল করলেন সবমিলিয়ে।

ওয়ানডে ম্যাচের এক ওভারে ১১টি বল করার নজির এর আগে আরও দুই ভারতীয় বোলারের রয়েছে। ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১১ বলের ওভার করেছিলেন জাহির খান। একই কাণ্ড ২০০৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘটিয়েছিলেন ইরফান খান। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি ম্যাচের প্রথম ওভারে এর থেকেও বেশি ওয়াইড বল করার নজির রয়েছে। ২০০৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে সাতটি ওয়াইড করেছিলেন তিনাশে পানইয়ানগারা।

শুরুতে খারাপ বোলিং। তারপরে শামির ভোগান্তি আরও বাড়ে দ্বিতীয় ওভারে বল করার সময়ে। হঠাৎই পায়ে ব্যথা অনুভব করেন। মাঠে এসে ফিজিও প্রাথমিকভাবে চিকিৎসা করেন। কোনওমতে ওভার শেষ করেই মাঠের বাইরে বেরিয়ে যেতে হয় শামিকে। বেশ কিছুক্ষণ বাইরে থাকতে হয় তাঁকে। চিকিৎসা করানোর পরে মাঠে ফিরে অবশ্য বোলিং করেছেন শামি। তবে উইকেট মেলেনি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ