ফাইল ছবি
আলাপন সাহা: চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে জাতীয় দলে তাঁকে সুযোগ দেওয়া হয়নি। নির্বাচকপ্রধান অজিত আগরকরের দাবি, তাঁকে নিয়ে বিসিসিআইয়ের কাছে নাকি কোনও তথ্য নেই। সেই মহম্মদ শামি এবার পালটা তোপ দাগলেন নির্বাচক কমিটিকে। রনজি খেলতে নামার আগে সাফ জানিয়ে দিলেন, তিনি যথাযথভাবে এনসিএতে যাচ্ছেন, ম্যাচ খেলছেন। কিন্তু কাউকে আপডেট দেওয়া তাঁর কাজ নয়।
ইংল্যান্ড সফরের পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ, অস্ট্রেলিয়া সফর-কোনও সিরিজের জন্যই জাতীয় দলে রাখা হয়নি শামিকে। তাঁর দলে না থাকা নিয়ে আগরকর বলেছিলেন, “আমার কাছে শামিকে নিয়ে কোনও তথ্য নেই। ও দলীপ ট্রফিতে খেলেছে। তবে গত দু-তিন বছরে খুব বেশি ক্রিকেট খেলেনি। একজন পারফর্মার হিসেবে আমরা জানি শামি কী করতে পারে। কিন্তু সবার আগে ওকে ক্রিকেট খেলতে হবে।”
নির্বাচকপ্রধানের এই মন্তব্যকেই এবার তোপ দেগেছেন শামি। বুধবার থেকে বাংলার হয়ে রনজি খেলতে নামবেন তিনি। তার আগে মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোভ উগরে দিয়ে তারকা পেসার বলেন, “আমাকে কেন কাউকে আপডেট দিতে হবে? আমি আমার কাজ করছি। এনসিএ যাচ্ছি, অনুশীলন করছি, ম্যাচ খেলছি। ফিটনেসের সমস্যা থাকলে কি রনজিতে খেলতে আসতাম? কাউকে আপডেট দেওয়া আমার কাজ নয়।”
বঙ্গ পেসার আরও বলেন, “ম্যাচ খেলার সুযোগ পেলে তবে তো খেলব। ম্যাচ না থাকলে অনুশীলন করছি।” জাতীয় দলে সুযোগ না পেয়ে হতাশ লাগে? প্রশ্নের জবাবে শামি বলেন, “জাতীয় দলে সুযোগ পাওয়া আমার হাতে নেই। আমি সুযোগ পেলেই ম্যাচ খেলি। যদি কেউ ম্যাচ খেলে, ভালো পারফরম্যান্স করে তাহলে জাতীয় দলে সুযোগ হবে।” শামি মনে করিয়ে দিয়েছেন, চ্যাম্পিয়ন্স ট্রফির পরে আইপিএল এবং তারপর ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলেছেন তিনি। তা সত্ত্বেও বারবার উপেক্ষিতই থেকে গিয়েছেন জাতীয় দলে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.