Advertisement
Advertisement
Mohammed Shami

অধিনায়ক গিলের পাশে শামি, নিজের বাদ পড়া নিয়েও মুখ খুললেন তারকা পেসার

কী বলেছেন তিনি?

Mohammed Shami stands by captain Gill, Indian pacer opens up about his exclusion

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:October 9, 2025 12:34 pm
  • Updated:October 9, 2025 12:34 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দলে থাকলেও ওয়ানডে’তে অধিনায়কত্ব হারিয়েছেন রোহিত শর্মা। তাঁর জায়গায় টিম ইন্ডিয়ার নেতৃত্বে শুভমান গিল। এ ব্যাপারে জল্পনা থাকলেও কেউই ভাবেননি যে, এত তাড়াতাড়ি ‘হিটম্যান’কে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হবে। ভারতীয় নির্বাচকদের এমন সিদ্ধান্ত দেখে অনেকেই ‘অবাক’। যা নিয়ে সোশাল মিডিয়ায় ট্রোলও চলছে শুভমানকে নিয়ে। এবার এই বিষয়ে মুখ খুলেছেন মহম্মদ শামি। বিসিসিআইয়ের সিদ্ধান্তকে সমর্থন করে শুভমানের পাশে দাঁড়িয়েছেন ভারতীয় পেসার। এমনকী নিজের বাদ পড়া নিয়েও মন্তব্য করেছেন শামি। 

Advertisement

নিজের ইউটিউব চ্যানেলে শামি বলেন, “এই বিষয়টা নিয়ে অনেক বেশি আলোচনা চলছে। মিমও তৈরি হচ্ছে। আমার মনে হয়, এতে আপত্তি জানানোর কিছু নেই। এটা পুরোটাই বিসিসিআই, নির্বাচক এবং কোচদের সিদ্ধান্ত। শুভমান ইংল্যান্ডে ভারতকে নেতৃত্ব দিয়েছে। আইপিএলে গুজরাট টাইটান্সেরও অধিনায়ক। ওর যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। কাউকে না কাউকে তো এই দায়িত্ব দিতেই হত। বিসিসিআই গিলকে বেছে নিয়েছে। তাই বোর্ডের সিদ্ধান্তকে মেনে নেওয়া উচিত আমাদের।”

দল নির্বাচনের পর ভারতীয় দলের প্রধান নির্বাচক অজিত আগরকর জানিয়েছিলেন, মূলত টিম ইন্ডিয়ার হেডকোচ গৌতম গম্ভীরের কথা ভেবেই নেতৃত্ব থেকে সরানো হয়েছে রোহিত শর্মাকে। গম্ভীরের পরামর্শেই ‘হিটম্যানে’র জায়গায় অধিনায়ক করা হয়েছে গিলকে। আগরকরের সাফ জবাব, “তিনটি ফরম্যাটে তিন জন আলাদা অধিনায়ক রাখা কার্যত অসম্ভব। এটা দলের জন্য ভালো নয়। একই সঙ্গে এটা কোচের জন্যও সমস্যার কারণ হয়।”

অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলে জায়গা পাননি শামি। এই প্রসঙ্গে বাংলার পেসার বলেন, “এই বিষয়ে সবাই আমার মতামত জানতে চান। কিন্তু এই বিষয়টা তো আমার হাতে নেই। এটা নির্বাচন কমিটি, কোচ এবং অধিনায়কের কাজ। আমি কিন্তু প্রস্তুতই রয়েছি। অনুশীলনও করছি। দলীপ ট্রফিতে খেলেছি। সেখানে ৩৫ ওভার বল করেছি। আমার ফিটনেস নিয়েও কোনও সমস্যা নেই।”

উল্লেখ্য, অজিভূমে ভারতের সফর শুরু হবে ১৯ অক্টোবর পারথ স্টেডিয়ামে। দ্বিতীয় ওয়ানডে ২৩ অক্টোবর, অ্যাডিলেড ওভালে। ২৫ অক্টোবর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তৃতীয় ওয়ানডে। টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে দূরে থাকা কোহলি এবং অধিনায়ক রোহিতকে দেখার জন্য এখন থেকেই উন্মাদনার পারদ চড়ছে। ওয়ানডে সিরিজের পর ২৯ অক্টোবর ক্যানবেরার মানুকা ওভালে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পরের ম্যাচগুলি রয়েছে রয়েছে ৩১ অক্টোবর, ২ নভেম্বর, ৬ নভেম্বর, ৮ নভেম্বর।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ